For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে জেহাদি সন্ত্রাসের আবহ, পিনারাই বিজয়নকে ঠুকলেন যোগী আদিত্যনাথ

হিংসা ও জেহাদি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে কেরলের পিনারাই বিজয়নের সরকার, কেরলে জনরক্ষা যাত্রায় গিয়ে এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

হিংসা ও জেহাদি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে কেরলের পিনারাই বিজয়নের সরকার। কেরলে জনরক্ষা যাত্রায় গিয়ে এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মাস কয়েক আগে কেরলে দুই আরএসএস কর্মী খুনেরও তীব্র নিন্দা করেছেন তিনি।

কেরলে জেহাদি সন্ত্রাসের আবহ, পিনারাই বিজয়নকে ঠুকলেন যোগী আদিত্যনাথ

জনরক্ষা যাত্রায় অংশ নিয়ে যোগী আদিত্যনাথ বলেন, এই মিছিল আসলে কেরল, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সরকারকে আয়নার সামনে দাঁড় করাবে। এই তিন রাজ্যই মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু আদতে হিংসায় বিশ্বাস করে। এই জনরক্ষা যাত্রার পরই কেরল সরকার নিজের ভুল বুঝতে পারবে বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর মতে কেরলজুড়েই রাজনৈতিক খুনের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। মূলত বিজেপি ও আরএসএস কর্মীদেরই টার্গেট করা হচ্ছে। ফলে তাঁদের সচেতন করাও এই যাত্রারও আরেকটা লক্ষ্য বলেই জানিয়েছেন যোগীজি।

আদিত্যনাথ বলেন, গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। ফলে কেরলে সিপিএম সরকার যা করছে তা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি। আরএসএস ও বিজেপি কর্মীদের খুনের জন্য মঙ্গলবারই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে সরাসরি দায়ী করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কেরলের ১১টি জেলা ঘুরে তিরুবনন্তপুরমে ১৭ই অক্টোবর শেষ হবে জনরক্ষা যাত্রা।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশের পর্যটন মানচিত্র থেকে তাজমহলকেই বাদ দিল যোগী সরকার][আরও পড়ুন: উত্তরপ্রদেশের পর্যটন মানচিত্র থেকে তাজমহলকেই বাদ দিল যোগী সরকার]

English summary
Pinarayi Vijayan government encouraging jihadi terrorism, says Yogi Adityanath during Jana Raksha Yatra in Kerala.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X