For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলের পুনর্গঠন, সৌদির ৭০০ কোটি টাকার সাহায্য নিয়ে দ্বন্দ্ব রাজ্য ও কেন্দ্রের

সৌদি আরবের ৭০০ কোটি টাকার সহায়তা নেওয়া হবে কি না তা নিয়ে দ্বন্দ্ব বাধল কেরালার রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যে। রাজ্য চায় ওই সাহায্য নিতে। কিন্তু, কেন্দ্রীয় সরকার সাফ জানিয়েছে বিদেশী কোনও সাহায্য নেও

  • |
Google Oneindia Bengali News

কেরলের পুনর্গঠনে সৌদি আরবের সরকার ৭০০ কোটি টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিল। এই সাহায্য নেওয়া হবে কি হবে না তাই নিয়ে দ্বন্দ্ব বেধে গেল কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে। কেরলের রাজ্য সরকার সৌদির সাহায্য নিতে উন্মুখ। কিন্তু বুধবার রাতে বিদেশ মন্ত্রক নীতির দোহাই দিয়ে সেই সাহায্য নিতে অস্বীকার করেছে।

সৌদির ৭০০ কোটি টাকার সাহায্য নিয়ে দ্বন্দ্ব রাজ্য ও কেন্দ্রের

বুধবার রাতে ভারতের বিদেশমন্ত্রক এক বিবৃতি দিয়ে জানিয়েছে, 'বিভিন্ন দেশ যেভাবে কেরলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাকে ভারত সম্মান জানাচ্ছে। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের পর পুনর্গঠন সংক্রান্ত বর্তমান নীতি অনুসারে ত্রাণ ও পুনর্গঠনের কাজ কেন্দ্র দেশীয় উদ্যোগেই করবে।'

সৌদির সরকার ওই সাহায্য়ের কথা ঘোষণা করার পর থেকেই ভারত ওই সাহায্য মেবে কি মেবে না তা নিয়ে জল্পনা চলছিল। বিদেশ মন্ত্রক থেকে ওই সাহায্য অস্বীকার করা হতে পারে বলে শোনা যাচ্ছিল। কেরলের রাজ্য সরকার অবশ্য এই সাহায্য় নিতে আগ্রহ প্রকাশ করেছিল। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছিলেন, 'যদি কোনও সমস্যা দেখা দেয় (সাহায্য গ্রহণের বিষয়ে) তাহলে সরকারি পর্যায়ে তার সমাধান করার চেষ্টা করবে রাজ্য সরকার। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও যাব।'

বস্তুত সৌদি আরব ৭০০ কোটি টাকার সাহায্যের কথা ঘোষণা করার পরই নরেন্দ্র মোদী টুইটারে তাকে স্বাগত জানিয়েছিলেন। সেই কথা উল্লেখ করে বিজয়ন বলেন, বিপর্যয়ের সময় এক দেশ অন্য দেশএর পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক। ২০১৬-র জাতীয় বিপর্যয় মোকাবিলা নীতিতেও স্বেচ্ছায় কোন দেশ সাহায্য করতে চাইলে তা নেওয়া হবে বলেই উল্লেখ রয়েছে বলে দাবি করেন বিজয়ন।

কিন্তু বুধবার রাতে বিদেশ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে, সৌদির ওই সাহায্য নেওয়া হবে না। তবে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে যদি কোনও এনআরআই, পিআইও বা কোনও আন্তর্জাতিক সংস্থা দান করতে চায় তা গ্রহণে অসুবিধে নেই বলেও জানিয়েছেন মন্ত্রকের মুখপাত্র।

কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন অবশ্য এখনও বলছেন রাজ্য সরকার সবার সাহায্য 'মনপ্রাণ দিয়ে' গ্রহণ করবে। বলছেন যারা যারাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাই গ্রহণ করতে হবে।

English summary
There is a conflict between Kerala government and the center, whether Rs 700 Crore aid offered by Saudi Arabia will be taken or not. The state wants to take that help. However, the Central Government has said that no foreign aid will be taken.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X