কেরল যেন মৃত্যুপুরী! বানভাসী এলাকায় গাছের ডালে, দড়িতে ঝুলে চলছে পারাপার, দেখুন ভিডিও
কেরলের বন্যা যেন ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। আতঙ্কিত, আশ্রয়হীন মানুষের সংখ্যা অগুনতি। কেন্দ্র বিশেষ সাহায্য ঘোষণা করেছে। রাজ্য সরকার বিপর্যয় মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে। অন্য রাজ্য থেকেও ত্রাণ ও সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহীর সরকারও সাহায্য করবে বলে জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশপথে কেরলের দুর্গত এলাকায় ঘুরে দেখে এসেছেন।
|
চলছে ত্রাণ বিলির কাজ
এর সঙ্গে সমানে চলছে আমজনতাকে উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিলির কাজ। একেবারে বিপদসঙ্কুল অবস্থায় প্রাণ হাতে নিয়ে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ও সেনাবাহিনী কেরলের আমজনতাকে সাহায্য করে চলেছে।
|
বিপদ কমেনি
বিস্তৃত এলাকায় যতদূর চোখ যায় সব জায়গা বন্যার জলে ডুবে গিয়েছে। সড়ক, রেলপথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। জাতীয় সড়কের উপরে এক হাঁটু কাদা। কোনও কোনও জায়গায় রাস্তাঘাট পুরোপুরি ভেঙে গিয়েছে।
|
বিপর্যস্ত কেরল
কোথাও হেলিকপ্টারে করে উদ্ধারকার্য চালানো হচ্ছে, তো কোথায় নিচ দিয়ে খরস্রোতার মতো বয়ে যাওয়া বন্যার জলের উপরে গাছের ডালে ডালে চলে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গতদের হাতে। এককথায় কেরল যেন মৃত্যুপুরী হয়ে দাঁড়িয়েছে।
|
কেরলে মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন আকাশপথে কেরলের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও পরিস্থিতির উপরে নজর রেখেছেন। তিনিও আকাশপথে ভ্রমণ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।