For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরালার বন্যা - মৃতের সংখ্যা বেড়ে ৩৬৮, কোচি নাভাল এয়ার বেস থেকে উড়বে বাণিজ্যিক বিমান

কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬৮. তবে সব জেলায় থেকে লাল সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। কোচি নাভাল এয়ার বেসকে আগামীকাল থেকে বাণিজ্যিক উড়ানের জন্য খুলে দেওয়া হবে।

Google Oneindia Bengali News

কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬৮-তে। শনিবার নতুন করে আরও ৩৩ জনের মৃত্য়ুর খবর পাওয়া গিয়েছে। প্রায় ৫৮ হাজার মানুষকে উদ্ধার করা হলেও এখনও প্রায় ৩ লক্ষ মানুষ আশ্রয়হীন। এই অবস্থায় সোমবার থেকে কোটির নাভাল এয়ার বেস খুলে দেওয়া হবে বানিজ্যিক বিমান চলাচলের জন্য।

কেরালার বন্যা - তুলে নেওয়া হল রেড অ্যালার্ট, কাল থেকে বাণিজ্যিক বিমান চলবে কোচি নাভাল এয়ার বেস থেকে

শনিবার কেরালার বন্যা উপদ্রুত এলাকাগুলি হেলিকপ্টারে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র থেকে ৫০০ কোটি টাকা সাহায্য়ের কথা ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি নিহতদের পরিবারগুলির জন্য ২ লক্ষ টাকা করে ও গুরুতর আহতদের মাথাপিছু ৫০ হাজার টাকা করে সাহায্য়ের কথা ঘোষণা করা হয়েছে। সাহায্য়ে এগিয়ে এসেছে অন্যান্য রাজ্যগুলিও।

নৌসেনাবাহিনী, বায়ুসেনা বাহিনী, উপকূল রক্ষা বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে রাজ্য জুড়ে উদ্ধার ও ত্রাণের কাজ করে যাচ্ছেন। এনডিআরএফ জানিয়েছে তাদের মোট ৫৮টি দল রাজ্যের বিভিন্ন জেলায় নিযুক্ত রয়েছে। কেরালার অবস্থা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রসঙ্ঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেসও।

এদিন তিরুবন্তপূরমের রিলিফ ক্যাম্পে বন্যা আক্রান্ত মানুষগুলির সঙ্গে দেখা করেন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরিও। তাঁর সঙ্গে ছিলেন সিপিআইএম পিলটব্যুরো সদস্য এমএ বেবি, সেন্ট্রাল কমিটির সদস্য এমভি গোবিন্দন ও আরো কয়েকজন সিপিআইএম নেতা।

[আরও পড়ুন: বীরসেনানিদের দুঃসাহসিক অভিযান কেরলে, সদ্যোজাতকে উদ্ধারের ভিডিও গায়ে কাঁটা দেয়][আরও পড়ুন: বীরসেনানিদের দুঃসাহসিক অভিযান কেরলে, সদ্যোজাতকে উদ্ধারের ভিডিও গায়ে কাঁটা দেয়]

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষও এদিন দাঁড়িয়েছে কেরালার পাশে। তারা ঘোষণা করেছে যে কার্গো বিমানগুললিতে কেরালার জন্য সাহায্য নিয়ে যাওয়া হচ্ছে, তার জন্য কোনও ভাড়া নেবে না তারা।

এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও কেরালার বন্যা পরিস্থিতির কোঁজ নিতে ফোন করেছিলেন কেরালার রাজ্যপাল ও মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়নকে। তিনি উদ্ধারকার্যে নিযুক্ত সকল বাহিনীর সদস্যদের ভূয়সী প্রশংসাও করেন।

স্কুল কলেজ হাসপাালের মতো কেরালার বেশিরভাগ সরকারি ভবনগুলিই এখন আশ্রয় শিবিরে পরিণত হয়েছে। বিভিন্ন বাহিনী হেলিকপ্টারে করে সেই সব শিবিড়গুলিতে ওযুধ, খাওয়ার, জল, স্যানিটারি প্যাড, শিশুদের ডাইপার, বিছানার চাদর, টুথপেস্ট ইত্যাদির জোগান দিয়ে যাচ্ছে।

[আরও পড়ুন:বন্যা বিধ্বস্ত কেরলের জন্য সাহায্য প্রার্থনায় অমিতাভ থেকে বিদ্যা, অনুদানের ঠিকানা সম্পর্কে কিছু তথ্য][আরও পড়ুন:বন্যা বিধ্বস্ত কেরলের জন্য সাহায্য প্রার্থনায় অমিতাভ থেকে বিদ্যা, অনুদানের ঠিকানা সম্পর্কে কিছু তথ্য]

এদিকে কোচি বিমানবন্দর আগামী ২৬ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করায় দেশের অন্যান্য অংশগুলির সঙ্গে যোগাযোগ করা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বারবার ব্যহত হচ্ছে রেল পরিষেবাও। এদিনও কেরালাগামী ১৮ টি ট্রেন বাতিল করা হয়েছে। তাই কোচির নাভাল এয়ার বেস গড়ুরকে সোমবার থেকে বানিজ্যিক বিমান ওঠানামার জন্য় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এরমধ্যে একটু হলেও ভাল খবর গত ৯ আগস্ট তারিখের পর থেকে এদিনই প্রথমবারের মতো কেরালার সবকটি জেলা থেকেই রেড এলার্ট তুলে নেওয়া হয়েছে। তবে এর্নাকুলাম, ইদ্দুকি, পথনমথিত্তা সহ ১০ দেলায় এখনও রয়ছো অরেঞ্জ অ্যালার্ট। আর আরও দুই জেলায় আছে ইয়োলো অ্য়ালার্ট।

[আরও পড়ুন: বিজেপির সভায় আমন্ত্রণ মমতাকেও! সৌজন্যের নয়া নজির গড়তে চান দিলীপরা ][আরও পড়ুন: বিজেপির সভায় আমন্ত্রণ মমতাকেও! সৌজন্যের নয়া নজির গড়তে চান দিলীপরা ]

English summary
Death toll in Kerala floods rises to 368. But the red alert has been lifted from all the districts. Naval air base in Kochi will be opened for commercial flights from tomorrow.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X