For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৪

কেরলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যবস্থা নিতে ফোন করে অনুরোধ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

কেরলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যবস্থা নিতে ফোন করে অনুরোধ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেনা ও নৌসেনা নামিয়ে উদ্ধারকার্য করতে অনুরোধ করেছেন রাহুল। একইসঙ্গে টুইটারে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করতেও অনুরোধ করেছেন।

কেরলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৯

কেন্দ্র ইতিমধ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে কেরলে পাঠানোর ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন। কেন্দ্র কেরল সরকারের সঙ্গে যোগাযোগ রেখে সাহায্য করে চলেছে বলে রাজনাথ জানিয়েছেন।

কেরলে 'অপারেশন মদত' চালাচ্ছে ভারতীয় সেনা। নৌসেনার দক্ষিণ কম্যান্ড অপারেশনে রয়েছে। কমপক্ষে ২ লক্ষ মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ১৪টি দল কাজ করছে। তাতে ৩৯৯জন উদ্ধারদাতা, ৩৪টি নৌকা রয়েছে।

এখনও পর্যন্ত জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ৯২৬ জনকে উদ্ধার করেছে। পথমিতিত্তা, কোঝিকোড়, এরনাকুলাম, ত্রিসার, আলাপুঝায় নিরাপদ স্থানে তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবমিলিয়ে এখনও ১১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

কেরলের সবকটি জেলাই প্লাবিত হয়েছে। কোচি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। মেট্রো পরিষেবা সাসপেন্ড করা হয়েছে। বাস ও ট্রেন পরিষেবাও প্রায় বন্ধ বললেই চলে।

কেরলের বিখ্যাত পর্যটন স্থল ইডুক্কি, মুন্নার, কুমারাক্কোমের মতো জেলায় পর্যটন ব্যবসা মার খেয়েছে। সবমিলিয়ে ইতিমধ্যে কয়েকশো কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে।

English summary
Kerala flood worsens, Death toll rises to 79
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X