For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্যা বিপর্যস্ত কেরলে সেনার দুঃসাহসিক উদ্ধার কাজ অব্যাহত, দেখুন ভিডিও

বিধ্বংসী বন্যা, জলের তোড়ে মুহূর্তে ভেসে গিয়েছে সমস্ত কিছু। পলকের মধ্যে তছনছ হয়ে গিয়েছে সমস্ত কিছু। প্লাবন কেড়ে নিয়েছে প্রাণ। স্বজন হারার আর্তনাদের মধ্য়ে খিদের জ্বালা আর তৃষ্ণায় ভারাক্রান্ত কেরল।

  • |
Google Oneindia Bengali News

বিধ্বংসী বন্যা, জলের তোড়ে মুহূর্তে ভেসে গিয়েছে সমস্ত কিছু। পলকের মধ্যে তছনছ হয়ে গিয়েছে সমস্ত কিছু। প্লাবন কেড়ে নিয়েছে প্রাণ। স্বজন হারার আর্তনাদের মধ্য়ে খিদের জ্বালা আর তৃষ্ণায় ভারাক্রান্ত কেরল। বন্যা এখনও পর্যন্ত কেড়েছে ৮০০ টি প্রাণ। নিখোঁজ বহু । এমন এক পরিস্থিতিতে ফের একবার কেরলকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার চেষ্টায় রয়েছেন ভারতীয় সেনার জওয়ানরা।

বন্যা বিপর্যস্ত কেরলে সেনার দুঃসাহসিক উদ্ধার কাজ অব্যাহত, দেখুন ভিডিও

অকুতভয় ভারতীয় সেনার জওয়ানরা উদ্ধার আর ত্রাণের কাজে নেমে, একের পর এক অসাধ্য সাধন করে চলেছেন। কেরলের ত্রাণ ও উদ্ধারের কাজের বিভিন্ন ভিডিও বার বার উঠে আসছে খবরে। এমনই এক ভিডিও উঠে এল কেরলের এর্নাকুলম থেকে। সেখানে এক বৃদ্ধাকে জল থেকে কীভাবে তুলে এনেছেন ভারতীয় সেনার জওয়ানরা , তা উঠে এসেছে ভিডিওতে।

উদ্ধার হওয়া এই বৃদ্ধাকে পরবর্তী কালে ভর্তি করা হয় বায়ু সেনার হাসপাতালে। উল্লেখ্য, কেরলে বন্যা পরিস্থিতির ভয়াবহতা কিছুটা আপাতত কাটলেও, সেখানে মহামারীর আশঙ্কা করা হচ্ছে। প্রায় ৯ লাখ মানুষ আপাতত বিভিন্ন ত্রাণ শিবিরে রয়েছেন। তবে এখনও সেখানের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

English summary
Kerala flood rescue latest video, watch how a woman being airlifted by Army.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X