For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর প্রশংসায় পঞ্চমুখ দলের সংখ্যালঘু নেতা! জবাবদিহি চাইল কংগ্রেস

নরেন্দ্র মোদীর দ্বিতীয়বার শপথগ্রহণের প্রাক্কালে তাঁর প্রশংসায় মুখ হয়ে বিতর্ক তৈরি করলেন কেরলের কংগ্রেস নেতা এপি আবদুল্লা কুট্টি।

Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদীর দ্বিতীয়বার শপথগ্রহণের প্রাক্কালে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বিতর্ক তৈরি করলেন কেরলের কংগ্রেস নেতা এপি আবদুল্লা কুট্টি। যদিও এর পরেই দলের তরফে তাঁর কাছে জবাব চাওয়া হয়েছে বলে জানিয়েছেন কেরল কংগ্রেসের সভাপতি মুল্লাপল্লি রামচন্দ্রণ।

মোদীর প্রশংসায় কংগ্রেস নেতা

কেরলের কংগ্রেস নেতা এপি আবদুল্লা কুট্টি মোদীর জয়ের কথা উল্লেখ করে উন্নয়নমূলক কাজের কথা বলেন। একইসঙ্গে বলেন, প্রধানমন্ত্রীর সাফল্যের পিছনে রয়েছে গান্ধীর অনুসৃত নীতি।

একইসঙ্গে তিনি কেন্দ্রের স্বচ্ছভারত অভিযানের প্রশংসা করেন। বলেন শহরগুলিকে পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। একইসঙ্গে দেশব্যাপী কেন্দ্রের টয়লেট বানানোর প্রশংসা করেন।

দারিদ্রসীমার নিচে থাকা প্রায় ৫ কোটি পরিবারকে উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ দেওয়ারও প্রশংসা করেন।

'বিজেপির অভ্যন্তের বিষ্ময়'

'বিজেপির অভ্যন্তের বিষ্ময়'

মোদীর জয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্য জানিয়েছেন এই কংগ্রেস নেতা। তিনি বলেছেন, শুধু বিরোধীরাই নয়, বিজেপির অভ্যন্তরেও এই জয় নিয়ে বিষ্ময় তৈরি হয়েছে।

[আরও পড়ুন:দ্বিতীয় মোদী মন্ত্রিসভা! একনজরে শপথ নিলেন যাঁরা][আরও পড়ুন:দ্বিতীয় মোদী মন্ত্রিসভা! একনজরে শপথ নিলেন যাঁরা]

সিপিএম থেকে ২০০৯-এর বহিষ্কার

সিপিএম থেকে ২০০৯-এর বহিষ্কার

গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীর প্রশংসা করে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, আবদুল্লাকুট্টিকে ২০০৯ সালে সিপিএম থেকে বহিষ্কার করা হয়েছিল। ১৯৯৯ থেকে ২০০৪ সালে তিনি কেরলের কন্নুরের সাংসদ ছিলেন। পরে তিনি কংগ্রেসে যোগ দেন। সিপিএম-এর তরফে কেরলের কন্নুর জেলা সম্পাদক এমভি জয়রাজন বলেছেন, আবদুল্লা কুট্টি শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন।

[আরও পড়ুন: নিজেই যাবেন কাঁচড়া হঠাতে! নতুন বাহিনী গড়ে বিজেপির সঙ্গে টক্কর দেওয়ার ঘোষণা][আরও পড়ুন: নিজেই যাবেন কাঁচড়া হঠাতে! নতুন বাহিনী গড়ে বিজেপির সঙ্গে টক্কর দেওয়ার ঘোষণা]

English summary
Congress leader AP Abdullakutty has courted controversy by praisingPrime Minister Narendra Modi for the BJP-led NDA's massive victory in the Lok Sabha election, prompting the party to seek an explanation from him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X