For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাছ বিক্রি করে 'ট্রোলড' হানান, কেরলের বন্যাত্রাণে দিলেন দেড় লক্ষ টাকা

ট্রোলড হয়েও হানান হানাই কেরলের বন্যা ত্রাণে দুর্গতদের সাহায্য করতে মুখ্যমন্ত্রীর তহবিলে দেড় লক্ষ টাকা দান করলেন।

  • |
Google Oneindia Bengali News

ইউনিফর্মে মাছ বিক্রি করে স্যোশাল মিডিয়ায় ট্রোলড হয়েছিলেন ১৯ বছরের হানান হানাই। কেরলের এই ছাত্রী অবশ্য ট্রোলিংয়ের তোয়াক্কা করেন নি। সাহসী এই মেয়েই ট্রোলড হয়েও কেরলের বন্যা ত্রাণে দুর্গতদের সাহায্য করতে মুখ্যমন্ত্রীর তহবিলে দেড় লক্ষ টাকা দান করলেন।

মাছ বিক্রি করে ট্রোলড হানান কেরলের বন্যাত্রাণে দিলেন দেড় লক্ষ টাকা

হানান জানিয়েছেন, দুর্গতদের সাহায্য করতেই এই কাজ করেছেন তিনি। হানানও কেরলেরই মেয়ে। জানিয়েছেন, কোথামঙ্গলমের ত্রাণ শিবিরে তিনি গিয়েছিলেন। সেখানে দুর্গতদের অবস্থা দেখে ঠিক থাকতে না পেরে তিনি এই ব্যবস্থা নিয়েছেন। অতীতে অনেক মানুষ হানানকে সাহায্য করেছেন। সেই পাওয়া টাকাই তিনি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন।

[আরও পড়ুন: সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরলেন ওঁরা, ঘরে ফেরানোর যাবতীয় বন্দোবস্ত করলেন মুখ্যমন্ত্রী][আরও পড়ুন: সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরলেন ওঁরা, ঘরে ফেরানোর যাবতীয় বন্দোবস্ত করলেন মুখ্যমন্ত্রী]

কিছুদিন আগে নিজের খরচ চালাতে ও পরিবারকে সাহায্য করতে হানানের পড়াশোনার পাশাপাশি মাছ বেচার ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। অনেকে সেটাকে ছবির প্রচার বলে হানানকে ট্রোলও করেন। পরে সরকারই ঘটনায় হস্তক্ষেপ করে ব্যবস্থা নেয়।

[আরও পড়ুন:লক্ষ্য যখন আকাশ! আবেদন করতে পারেন শিভেনিং স্কলারশিপ এবং ফেলোশিপের জন্য][আরও পড়ুন:লক্ষ্য যখন আকাশ! আবেদন করতে পারেন শিভেনিং স্কলারশিপ এবং ফেলোশিপের জন্য]

হানান সেই ঘটনার পর সকলের কাছে চেনা মুখ হয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে গিয়েও দেখা করে এসেছেন। কেরলের দুর্যোগে রাজ্যবাসীর পাশে দাঁড়িয়ে এবার সাহায্যের হাতও বাড়িয়ে দিলেন। হানান অবশ্য একা নন, বিভিন্ন রাজ্য থেকে এমনকী বিদেশ থেকেও কেরলের পাশে দাঁড়াতে চেয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য জমা পড়েছে।

[আরও পড়ুন:কেরলে বন্যা দুর্গতদের ত্রাণে নেমে বিয়ে পিছিয়ে দিলেন অভিনেতা ][আরও পড়ুন:কেরলে বন্যা দুর্গতদের ত্রাণে নেমে বিয়ে পিছিয়ে দিলেন অভিনেতা ]

English summary
Kerala college girl Hanan Hanai trolled for selling fish, donates rs 1.5 lakhs to CMDRF
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X