For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মদ্যপান ইস্যুতে বাম-প্রশাসনের নয়া ভাবনা! 'নাইট পাব' নিয়ে কোন সুর কেরলের মুখ্যমন্ত্রীর কণ্ঠে

কেরলে মদ্যপান নিয়ে কড়াকড়ির খবর অনেকেই রাখেন! সেখানে পাব (পানশালা) -গুলির ওপর নিষেধাজ্ঞা বিভিন্ন সময়ে খবরে উঠে এসেছে।

  • |
Google Oneindia Bengali News

কেরলে মদ্যপান নিয়ে কড়াকড়ির খবর অনেকেই রাখেন! সেখানে পাব (পানশালা) -গুলির ওপর নিষেধাজ্ঞা বিভিন্ন সময়ে খবরে উঠে এসেছে। এবার কেরলের সিপিএম -এর নেতৃত্বাধীন সরকার সেখানে রাতে পানশালাগুলি খোলার বিষয়ে সচেষ্ট হয়ে উঠছে বলে খবর।

মুখ্য়মন্ত্রীর বক্তব্য

মুখ্য়মন্ত্রীর বক্তব্য

এক সাম্প্রতিক টিভি সাক্ষাৎকারে কেরলের মুখ্যমন্ত্রী পি বিজয়ন জানিয়েছেন, কেরলে কর্মরত আইটি সংস্থার কর্মীরা, বা যাঁরা রাত পর্যন্ত কাজ করেন তাঁদের সুখ বিলাস দিতে পানশালাগুলি রাতে খোলা রাখবার কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন। বামপন্থী মুখ্যমন্ত্রী সাফ জানান, রাতের কেরলে প্রয়োজনীয় সংখ্যক পানশালা খোলা থাকেনা বলে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁদের সরকারকে। এক্ষেত্রে সরকারের বিরুদ্ধে গিয়েছে বহু মানুষের মতামত।আর তার প্রেক্ষিতেই এমন ভাবনা চিন্তা।

ইউডিএফএর আমলে কেরলের নীতি

ইউডিএফএর আমলে কেরলের নীতি

এর আগে কেরলের ইউডিএফ সরকারের নেতৃত্বে ৭১২ টি পানশালা বন্ধ রাখা হয়। যেগুলি ছিল ফাইভস্টার ক্যাটেগোরির বাইরে । সেই সময় সরকারের উদ্দেশ্য ছিল ১০ বছরের মধ্যে কেরলে মদ্যপান রোখা। আর সেই লক্ষ্যে কেরলে মদ্যপান নিয়ে চলে কড়াকড়ি।

এলডিএফএর আমলে কেরলের নীতি

এলডিএফএর আমলে কেরলের নীতি

এরপর বামেদের নেতৃত্বাধীন এলডিএফ সরকার আসে কেরলে। মদ্যপানের বিষয়ে নীতি নির্ধারণ বদলায় দক্ষিণের ভূস্বর্গে । থ্রিস্টারের আওতায় থাকা পানশালাগুলিকে খোলবার নির্দেশ দেয় সরকার।

English summary
Kerala CM thinking on opening Pubs for late night employees' fun.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X