CAA নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতিতে চার্চের দরজা খুলল মুসলিমদের নমাজের জন্য!কোথায় ঘটল এমন
দেশের বিভিন্ন প্রান্তে তখন অগ্নিগর্ভ পরিস্থিতি। আগুন জ্বলছে নাগরিকত্ব ইস্যুতে । একের পর ঘটনার জেরে গোটা দেশ উত্তপ্ত হয়ে যায়। এমন সময় মুসলিমদের নমাজের জন্য নিজের দরজা খুলে দিল একটি চার্চ। এই ছবিও উঠে এসেছে নাগরিকত্ব ইস্যুতে উত্তপ্ত ভারতবর্ষের এক কোণে।

ঘটনা কেরলের। সেখানে নাগরিকত্ব ইস্যুতে একটি মিছিলে পা মিলিয়ে ছিলেন কয়েকজন মুসলিম। মিছিল এগিয়ে যেতেই সন্ধ্যে নেমে আসে। শুরু হয় নমাজ পাঠের সময়। আর এমন জায়গায় তখন মিছিল, যে কাছেপিঠে কোথাও খুঁজে পাওয়া যায়নি মসজিদ। এমন সময় মুসলিমদের নমাজের জন্য় খুলে দেওয়া হয় স্থানীয় এক গির্জার দরজা। আর আরও একবার এদেশ এই ঘটনার জেরেই দেখল এক সাম্প্রদায়িক সম্প্রিতীতে আজও ভারত নিজের ঐতিহ্য , মানবিকতায় কতটা অনড়।

কেরলের কোথামঙ্গলমে সেন্ট থমাস চার্চের এমন ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। শুধু নমাজ পাঠের জন্যই নয়, কেরলর এই চার্চে স্বয়ং প্রিস্ট এসে প্রার্থনাকারীদের প্রয়োজনীয় জল এনে দেন। দেশ জোড়া অগ্নিগর্ভ পরিস্থিতিতে কেরল আরও একবার কেড়ে নিল খবরের শিরোনাম।