For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১ টাকা কমলো জ্বালানি তেলের দাম! এই রাজ্যে কমানো হল কর

বুধবার কেরলের মন্ত্রীসভা পেট্রোপন্যের দাম প্রতি লিটারে ১ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার থেকেই সংশোধিত মুল্যে এই রাজ্যে জ্বালানি তেল মিলবে বলে আশা করা হচ্ছে।

Google Oneindia Bengali News

জ্বালানি তেলের দাম লিটার প্রতি 1 টাকা করে কমলো কেরলে। মঙ্গলবারই অবশ্য কেরল সরকার পেট্রোল ও ডিজেলের উপর আরোপিত রাজ্য কর কমানো হবে বলে ঘোষণা করেছিল। বুধবার তিরুবন্তপুরমে রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কর ঠিক কত শতাংশ কমানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

১ টাকা কমলো পেট্রোলের দাম!

মঙ্গলবার নিয়ে একটানা ১৫ দিন একটু একটু করে দাম বেড়েছে পেট্রোপন্যের। সারা দেশেই এ নিয়ে তীব্র সংকট তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের যুক্তি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অস্বাভাবিক হারে বাড়াতেই এ সমস্যায় পড়তে হয়েছে দেশকে। কিন্তু যেহেতু পেট্রোপন্য জিএসটি কর ব্যবস্থার আওতার বাইরে, তাই রাজ্যগুলির হাতেও পেট্রোপন্যের দাম কমানোর সূযোগ আছে। পেট্রোপন্যের ওপর যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট নেয় রাজ্যগুলি, তার পরিমাণ কমালেই কিছুটা কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম। কিন্তু এখনও অবধি কোনও রাজ্যের তরফে সেরকম উদ্যোগ দেখা যায়নি। দেশের একমাত্র বামশাসিত রাজ্যই এব্যাপারে প্রথম উদ্যোগী হল।

মঙ্গলবারই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছিলেন, 'বুধবারই মন্ত্রিসভা কর হ্রাসের হার নিয়ে আলোচনা করতে এবং এ বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছতে চায়।' সেই মতো আজ বৈঠকের পর জানানো হয়, পেট্রোল ও ডিজেল দুই ক্ষেত্রেই ১ টাকা করে দাম কমানো হবে। আশা করা হচ্ছে, বৃহস্পতিবার থেকেই কেরলে সংশোধিত দামে পেট্রোলিয়াম পণ্য বিক্রি শুরু হবে।

১ টাকা কমলো পেট্রোলের দাম!

এমনিতে কেরল বিভিন্ন পন্য়ের বিষয়ে ব্যাপকভাবে আমদানির উপর নির্ভরশীল। জাতীয় করব্যবস্থা, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটির আওতার বাইরে থাকায় পেট্রোলিয়ামের থেকে প্রাপ্ত রাজস্ব, রাজ্যটির আয়ের অন্যতম উৎস। ২০১৭-১৮ আর্থিক বছরে জ্বালানি কর বাবদ কেরল সরকারের আয় ছিল ৭,৭৯৫ কোটি টাকা। এমনিতে এ রাজ্যে পেট্রোপন্যের ওপর কর বেশ বেশিই। ২০১৭-র নভেম্বর থেকে কেরলে পেট্রোলের ৩১.৮ শতাংশ এবং ডিজেলে ২৪.৫২ শতাংশ কর আরোপ করা হয়েছিল। সঙ্গে অতিরিক্ত এক শতাংশ সেস চাপানো হয়েছিল।

সারা দেশের নিরিখে এই করের পরিমাণ তৃতীয় সর্বোচ্চ। এই তালিকায় সবার আগে আছে মহারাষ্ট্র, তারপরেই পঞ্জাব। মহারাষ্ট্রের পেট্রোলের দামের ৩৯.৭৮ শতাংশ এবং ডিজেলের দামের ২৪.৮৪ শতাংশ কর নেওয়া হয়। আর পঞ্জাবে পেট্রোল ও ডিজেলের দামে রাজস্ব নেওয়া হয় যথাক্রমে ৩৫.৩৫ শতাংশ এবং ১৬.৮৮ শতাংশ করে।

English summary
On Wednesday, the Kerala cabinet decides to reduce the price of petroleum by 1 rupee per liter. Since Thursday, the state is expected to get the fuel at the revised price.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X