For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ কেরল উপনির্বাচনের ফলাফল: বামদূর্গে কংগ্রেসের আস্ফালন শুরু ৫ আসনের ভোট গ্রহণে

বামদূর্গ কেরলে এদিন তিনটি বড় রাজনৈতিক শক্তির দাপটের লড়াই দেখা যাচ্ছে উপনির্বাচনকে কেন্দ্র করে। বামেদের এলডিএফ, কংগ্রেসের ইউডিএফ, ও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ কেরলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামিল।

  • |
Google Oneindia Bengali News

বামদূর্গ কেরলে এদিন তিনটি বড় রাজনৈতিক শক্তির দাপটের লড়াই দেখা যায় উপনির্বাচনকে কেন্দ্র করে। বামেদের এলডিএফ, কংগ্রেসের ইউডিএফ, ও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ কেরলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামিল। কেরলের ৫ টি আসনে গত ২১ অক্টোবর ভোট গ্রহণ হয়। যার ফলাফল ২৪ অক্টোবরের সকাল থেকে গণনা শুরু হয়।

২০১৯ কেরল উপনির্বাচন: বামদূর্গে কংগ্রেসের আস্ফালন শুরু প্রাথমিক ট্রেন্ডে

এদিন গণনার শুরু থেকেই কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এগিয়ে থাকে কেরলে। কংগ্রেসের এই জোট ৪ টি আসনে এগিয়ে থেকেও ৩ টিতে জয় ছিনিয়ে নিয়েছে কেরলে। আর বামেদের জোট এলডিএফ ২ টি আসনে জয় লাভ করেছে। গণনার প্রাথমিক এই ট্রেন্ড উঠে আসছে কেরলের ৫ টি আসনকে কেন্দ্র করে। মঞ্জেশ্বরম, এরনাকুলাম, আরুর, কোন্নি ,ভাট্টিউরকাভুর মতো এলাকাগুলিতে এদিন জোর কদমে চলছে ভোট গণনা।

মূলত , কেরলের এই নির্বাচনী প্রক্রিয়ায় বাম বনাম কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই চড়িয়ে দিল পারদ। বিজেপি এই রাজ্যে সেভাবে কোনও ভাবে রাজনৈতিক সুবিধা ভোটবাক্সে তুলে নিতে পারেনি। কেরলের কোন্নির মতো এলাকা যেখানে হিন্দু 'নায়ার' ও ক্রিস্টানদের বসবাস বেশি, সেখানে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কার্যত ত্রিশঙ্কু লড়াই দেখা গিয়েছিল। প্রসঙ্গত, এই এলাকা থেকে খুব একটা দূরে নয় সবরিমালা মন্দির। আর সেই মন্দিরকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। এরপর আজ কোন্নি কেন্দ্রটি কোনদিকে ঝুঁকবে সেদিকে তাকিয়ে কেরল।

 উত্তরপ্রদেশ উপনির্বাচন ফলাফল ২০১৯: বিজেপিকে পিছনে ফেলে গণনার শুরুতেই দুর্বার গতিতে এগিয়ে বিরোধীরা উত্তরপ্রদেশ উপনির্বাচন ফলাফল ২০১৯: বিজেপিকে পিছনে ফেলে গণনার শুরুতেই দুর্বার গতিতে এগিয়ে বিরোধীরা

English summary
Kerala Bypoll Result 2019,Congress UDF Leading in Left run state .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X