For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরল বিধানসভা নির্বাচন নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন একনজরে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ভারতের দক্ষিণপ্রান্তের রাজ্য কেরলের রাজনীতি বরাবরই অন্য রাজ্যের থেকে খানিক ভিন্ন। অন্য রাজ্যে কোনও একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থেকে যাওয়ার রেওয়াজ থাকলেও কেরল এক্ষেত্রে বরাবরই ব্যতিক্রম থেকেছে।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন নিয়ে যে তথ্যগুলি জেনে রাখা প্রয়োজন

পণ্ডিচেরি বিধানসভা নির্বাচন নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি অবশ্যই জানতে হবে

এই রাজ্যে মূলত লড়াই বাম-কংগ্রেসের। স্বাধীনতার পর থেকেই এই লড়াই অব্যাহত। পরপর দুটি বিধানসভা ভোটে কোনও একটি দল বাজিমাত করেছে, এমন ঘটনা খুব বেশি ঘটেনি কেরল রাজনীতিতে। ঘুরিয়ে ফিরিয়ে রাজনৈতিক দলগুলিকে ক্ষমতায় আনে জনতা। এজন্যই কেরলের রাজনীতি বাকী রাজ্যগুলির চেয়ে খানিক ভিন্ন। এমন আরও নানা তথ্য কেরল বিধানসভা নির্বাচন সম্পর্কে নিচে দেওয়া হয়েছে। একঝলকে দেখে নিন সেগুলি।

কেরল বিধানসভা নির্বাচন নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্য একনজরে

কেরল বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য একনজরে

  • কেরল বিধানসভায় মোট ১৪০টি বিধানসভা আসন রয়েছে। ১৬ মে সোমবার এখানে চতুর্দশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
  • ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ১৯৪৯ সালের ১ জুলাই ত্রাবাঙ্কোর ও কোচিন জুড়ে গিয়ে একটি রাজ্য গঠিত হয়।
  • এরপরে রাজ্য পুনর্গঠন আইনানুযায়ী ১৯৫৬ সালের ১ নভেম্বর নয়া রাজ্য কেরল গঠিত হয়। এবং ১৯৫৭ সালে নির্বাচনের পরে নতুন বিধানসভা গঠিত হয় কেরলে।
  • ১৯৭০ সালের পরে আর কখনও কোনও রাজনৈতিক দল কেরলে পরপর দুটি বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় আসেনি।
  • নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী কেরলে এইবছরের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২.৬০ কোটি। এর মধ্যে নয়া ভোটারের সংখ্যা ৬ লক্ষ ১৮ হাজার।
  • মোট ১২ হাজার ৩৮টি জায়গায় মোট ২১ হাজার ৪৯৮টি পোলিং বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে মোট ৫০০টি মডেল পোলিং স্টেশন রয়েছে।
  • কেরলে পুরুষ ভোটদাতার সংখ্যা ১ কোটি ২৫ লক্ষ ১০ হাজার ৫৮৯ জন। মহিলা ভোটারের সংখ্যা ১ কোটি ৩৫ লক্ষ ৮ হাজার ৬৯৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।
  • কেরলে মোট দুটি বড় রাজনৈতিক জোট রয়েছে। একটি হল ইউডিএফ- যার নেতৃত্বে রয়েছে কংগ্রেস ও অন্যটি হল এলডিএফ- যার নেতৃত্বে রয়েছে বামেরা। এছাড়া এনডিএ জোট রয়েছে বিজেপির নেতৃত্বে।
  • ১৪০টি আসনের মধ্যে ইউডিএফের মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র ৯ জন। অন্যদিকে এলডিএফের মোট মহিলা প্রার্থীর সংখ্যা ১৭ জন। এনডিএ জোটের মহিলা প্রার্থী রয়েছেন মোট ১২ জন।
  • ইউডিএফের প্রার্থী ওমেন চণ্ডী বর্তমানে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। তিনি এবছর ভোটে লড়বেন পুতুপল্লী আসন থেকে। এলডিএফের অন্যতম প্রধান প্রার্থী ভিএস অচ্যুতানন্দন লড়বেন মালামপুঝা আসন থেকে। এছাড়া এনডিএ-র কুম্মানম রাজশেখরন লড়বেন ভাত্তিয়ুরকাভু আসন থেকে।
  • ২০১১ সালের বিধানসভা ভোটে ইউডিএফ জোট পেয়েছিল ৭২টি আসন। এলডিএফ জোট পায় ৬৮টি আসন।
  • বর্তমান কেরল বিধানসভায় ৪৮ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। নির্বাচনে লড়তে চলা কংগ্রেসের মোট ৮৩ জন প্রার্থী ও বামেদের মোট ৮৯জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
English summary
Kerala Assembly Elections 2016 : Important facts you need to know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X