For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি পেয়ে গেল মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? বামদুর্গ টলাতে কেরলে পদ্মশিবিরের মুখ কে

বিজেপি পেয়ে গেল মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? বামদুর্গ টলাতে কেরলে পদ্মশিবিরের মুখ কে

  • |
Google Oneindia Bengali News

বাংলার বুকে এই মুহূর্তে সবচেয়ে বড় জল্পনা হল যে , বিজেপির তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে কাকে দেখা যাবে? এদিকে, বাংলার বুকে এমন জল্পনার মাঝেই খবর উঠতে শুরু করেছে কেরল থেকে।

কেরলে বিজেপির মুখ কে ?

কেরলে বিজেপির মুখ কে ?

গতকালই খবর হয়েছিল যে বাম দুর্গ কেরলে বামেদের টক্কর দিতে 'মেট্রো ম্যান' ই শ্রীধরনকে ময়দানে নামাতে চলেছে বিজেপি। শোনা গিয়েছিল যে ই শ্রীধরন খুব শিগগিরই যোগ দিচ্ছেন বিজেপিতে। আর তাঁকেই এবার কেরলে বিজেপি পার্টির মুখ হিসাবে তুলে ধরে এগিয়ে যেতে চাইছে।

 কেরলে মুখ্যমন্ত্রী পদ

কেরলে মুখ্যমন্ত্রী পদ

এদিন এক প্রশ্নের উত্তরে মেট্রোম্যান তথা দেশের তাবড় প্রযুক্তিবিদ ই শ্রীধরন জানিয়েছেন যে, যদি বিজেপি কেরলে জেতে , তাহলে তিনি মুখ্যমন্ত্রিত্বের জন্য রাজি আছেন। এদিকে, দিল্লিতে বিজেপির সূত্রেও তাঁর নাম ধরে বেশ প্রশংসা উঠে এসেছে। এমন এক পরিস্থিতিতে কেরলের রাজনীতিতে এই বক্তব্য বেশ গুরুত্বপূর্ণ ।

বিজেপি ও শ্রীধরন ফ্যাক্টর কেরলে

বিজেপি ও শ্রীধরন ফ্যাক্টর কেরলে

এদিকে, শ্রীধরন জানিয়েছেন যে তাঁর বিজেপি যোগদানের বিষয়টি নতুন কোনও সিদ্ধান্ত নয়। আচমকাও এটা ঠিক হয়নি। তিনি বলেন, 'গত কয়েক বছর ধরে আমি কেরলে রয়েছি। আর রাজ্যের জন্য ভালো কাজ করতে চেয়েছি। ' জানা গিয়েছে, শ্রীধরনের কাছে প্রস্তাব রয়েছে কেরলের ভোটে প্রার্থী হওয়ার। তবে সেই প্রস্তাবে তিনি সায় দেবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে, বামরাজ্য কেরলে মেট্রো প্রজেক্টের অন্যতম পরামর্শদাতা শ্রীধরনের এই পদক্ষেপ বামেদের চোখ এড়াচ্ছে না।

 'কেরলে বিজেপির পক্ষে প্রবল জন সমর্থন আসবে'

'কেরলে বিজেপির পক্ষে প্রবল জন সমর্থন আসবে'

ভারতীয় প্রযুকতিবিদদের মধ্যে অন্যতম ক্ষুরধার এই ব্যক্তিত্ব শ্রীধরন মনে করছেন ২০২১ র ভোটে কেরলে জন সমর্থনের জোয়ার আসবে। প্রচুর মানুষ বামেদের পক্ষে থেকে সমর্থন তুলে নেবে বলে একটা মহলের ধারণা। যদিও বামেরা এতে পাত্তা দিতে নারাজ। অন্যদিকে, শ্রীধরন বলছেন, রাজ্যের জন্য কিছু করতেই তিনি বিজেপিতে যাচ্ছেন। এমন এক জায়গা থেকে কেরলের বুকে শেষ মুহূর্তে বিজেপির তুরুপের তাস কতটা তাৎপর্যবাহী হয়

মাদক সহ গ্রেফতার বিজেপি নেত্রী পামেলা গোস্বামী, ১০০ গ্রাম কোকেন সহ গ্রেফতার বিজেপি নেতা প্রবীর দেমাদক সহ গ্রেফতার বিজেপি নেত্রী পামেলা গোস্বামী, ১০০ গ্রাম কোকেন সহ গ্রেফতার বিজেপি নেতা প্রবীর দে

English summary
Kerala Assembly Election 2021, E Sreedharan says he is ready to be Kerala Chief Minister if BJP wins
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X