For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাম দুর্গ কেরলে যোগী রাজ্যের প্যাটার্নে বিজেপির প্রচার ছক! 'লাভ জেহাদ' ইস্যুতে কোন পথে পদ্মশিবির

বাম দুর্গ কেরলে যোগী রাজ্যের প্যাটার্ন ধরে বিজেপির প্রচার ছক! 'লাভ জেহাদ' ইস্যুতে কোন স্ট্র্যাটেজিতে গেরুয়া শিবির

  • |
Google Oneindia Bengali News

একুশে বামেদের পোক্ত দুর্গ কেরলের ভোটে এলডিএফ ও ইউডিএফ জোটকে ধাক্কা দিতে পিচ তৈরি করছে বিজেপি। বামেদের শাসনে থাকা কেরলে এবার বিজেপি চাইছে উত্তরপ্রদেশের যোগী রাজ্যের মতো করে লাভ জেহাদ চালু করতে।

কেরল ভোট ও উত্তরপ্রদেশ প্যাটার্ন

কেরল ভোট ও উত্তরপ্রদেশ প্যাটার্ন

কেরল ভোটের আগে এবার পারদ চড়াতে শুরু করেছে। এবার কেরলের লাল জমিতে পদ্মের তেজ জোরালো করার আশায় বিজেপি। আর সেই লক্ষ্যে কেরলে এবার উত্তরপ্রদেশের মতো লাভ জিহাদ আইন আনার কতা বলে প্রচার পারদে শান দিচ্ছে গেরুয়া শিবির।

এলডিএফ , ইউডিএফ দ্বন্দের মাঝে বিজেপির নিশানা

এলডিএফ , ইউডিএফ দ্বন্দের মাঝে বিজেপির নিশানা

মূলত কেরলে মুসলিম তথা সংখ্যালঘু ভোটব্যাঙ্কের বড় অংশ যায় বামেদের ঘরে। তারপরই তাতে থাবা বসায় এলডিএফ। এই জায়গা থেকে হিন্দু ভোটকে টার্গেট করেছে বিজেপি। তার জেরে, বিজেপির দাবি তারা সরকারে এলে, যোগীরাজ্যের মতো লাভ জেহাদ আইন কেরলেও চালু করবে সরকার।

বিজেপির বক্তব্য

বিজেপির বক্তব্য

এদিকে কেরল বিজেপির তরফে কে সুদর্শন জানিয়েছেন, বহুদিন ধরেই কেরলে লাভ জেহাদ একটি ইস্যু। এই নিয়ে না ইউডিএফ না এলডিএফ কিছু বলে। তাঁর দাবি সংখ্যালঘুদের অধিকার নিয়েও কেরলে পক্ষপাতিত্ব রয়েছে। সেই জায়গা থেকে বিজেপি আর চার্চ কেরলে একজোট হতে শুরু করেছে।

 কেরলে ক্রিস্টান ভোট টার্গেট বিজেপির!

কেরলে ক্রিস্টান ভোট টার্গেট বিজেপির!

সংখ্যালঘুদের মধ্যে মুসলিম ভোট কেরলে বিজেপির খাতায় একেবারেই যায় না। সেই জায়গা থেকে ক্রিস্টানদের ভোটকে মূলধন করে ২০২১ কের বিধানসভা ভোটে রণনীতি সাজাচ্ছে বিজেপি। আর তার জেরেই মেরুকরণের রাজনীতির হাত ধরে হিন্দু ও ক্রিস্টার ভোটব্যাঙ্ককে টার্গেট করে বিজেপি কেরলে সরব হতে শুরু করেছে।

উত্তরাখণ্ডে বিপর্যয়ের দায় মোদী-শাহের ঘাড়ে চাপালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়উত্তরাখণ্ডে বিপর্যয়ের দায় মোদী-শাহের ঘাড়ে চাপালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

English summary
Kerala Assembly Election 2021, Ahead of polls BJP promises UP like Love jihad law
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X