For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকদের চাহিদা পূরণে সর্বাগ্রে কেরলের সাংসদ শিবির, পিছিয়ে নেই উত্তর-পূর্বের রাজ্যও

নাগরিকদের চাহিদা পূরণে সর্বাগ্রে কেরলের সাংসদ শিবির, পিছিয়ে উত্তর-পূর্বের রাজ্যও

  • |
Google Oneindia Bengali News

নাগরিকদের চাহিদা এবং প্রত্যাশা পূরণে দেশের বাকি রাজ্যগুলিকে পিছনে ফেলে দিয়েছে কেরলের সাংসদ শিবির। এই তালিকায় পিছিয়ে নেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির জনপ্রতিনিধিরাও। এ তালিকায় হরিয়ানা এবং পুদুচেরির অবস্থান নিচের সারিতে বলে আইএএনএস সি-ভোটার স্টেট অফ নেশন সার্ভে ২০২১-এ জানানো হয়েছে।

সবার আগে কেরল

সবার আগে কেরল

আইএএনএস সি-ভোটার স্টেট অফ দ্য নেশনের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী কেরলের ৩৭.৩১ শতাংশ মানুষ রাজ্যের সাংসদের কাজে সন্তুষ্ট। ৪২.৮৭ শতাংশ মানুষ জনপ্রতিনিধিদের কাজ আশাব্যঞ্জক বলে মনে করেন। কেরলের সাংসদের কাজে ১৬.৪৪ শতাংশ মানুষ সন্তুষ্ট নন বলে সমীক্ষায় উঠে এসেছে। সব মিলিয়ে কেরলে ৬৩.৭ শতাংশ মানুষ রাজ্যের সাংসদদের কাজে খুশি বলেআইএএনএস সি-ভোটার স্টেট অফ দ্য নেশনের সাম্প্রতিক সমীক্ষায় জানানো হয়েছে।

দ্বিতীয় স্থানে উত্তর-পূর্ব

দ্বিতীয় স্থানে উত্তর-পূর্ব

কেরলের মতো না হলেও দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলির সাংসদদের কাজে বেশ সন্তুষ্ট বলে আইএএনএস সি-ভোটার স্টেট অফ দ্য নেশনের সাম্প্রতিক সমীক্ষায় জানানো হয়েছে। সমীক্ষা বলছে, উত্তর-পূর্ব সব রাজ্যগুলির ৬১.৩ শতাংশ মানুষ সেখানকার সাংসদের কাজে সন্তুষ্ট।

রাজ্যের নিরিখে তৃতীয়, চতুর্থ

রাজ্যের নিরিখে তৃতীয়, চতুর্থ

আইএএনএস সি-ভোটার স্টেট অফ দ্য নেশনের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী সাংসদের কাজে সন্তোষের নিরিখে রাজ্যগুলির মধ্যে তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে হিমাচলপ্রদেশ (৫৭.৭ শতাংশ), অন্ধ্রপ্রদেশ (৪৫.১৫ শতাংশ)। পুদুচেরি এবং হরিয়ানা তালিকার অনেকটা নিচে অবস্থান করছে। আইএএনএস সি-ভোটার স্টেট অফ দ্য নেশনের সাম্প্রতিক সমীক্ষা বলছে হরিয়ানার ৫৪.২৫ শতাংশ মানুষ রাজ্যের সাংসদদের কাজে সন্তুষ্ট নন। পুদুচেরিতে সেই সংখ্যা ৪৬.২৫ শতাংশ।

গোটা ভারতের নিরিখে

গোটা ভারতের নিরিখে

আইএএনএস সি-ভোটার স্টেট অফ দ্য নেশনের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী গোটা ভারতের ৩১.৫২ শতাংশ মানুষ সাংসদদের কাজে ভীষণভাবে সন্তুষ্ট। ২৬.০৫ শতাংশ মানুষের কাছে সেই কাজ আশাব্যঞ্জক। দেশের ৩২.৯৯ শতাংশ মানুষ সাংসদদের কাজে খুশি নন বলে আইএএনএস সি-ভোটার স্টেট অফ দ্য নেশনের সাম্প্রতিক সমীক্ষায় জানানো হয়েছে।

English summary
Kerala and North-East States people's satisfaction level high on sitting Lok Sabha MPs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X