For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন বিজেপিকে ভোট দেবে দিল্লিবাসী? অমিত শাহকে বিতর্কে আহ্বান কেজরিওয়ালের

তেতে উঠেছে দিল্লির রাজনৈতির পরিস্থিতি। ভোটের তিন দিন আগে বিজেিপ-আপ সংঘাত চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে।

Google Oneindia Bengali News

তেতে উঠেছে দিল্লির রাজনৈতির পরিস্থিতি। ভোটের তিন দিন আগে বিজেিপ-আপ সংঘাত চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। বুধবার অমিত শাহকে প্রকাশ্যে বিতর্কে আহ্বান জানিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। কেন বিজেপিকে ভোট দেবেন দিল্লিবাসী এই নিয়ে প্রকাশ্যে বিতর্কে আসুন রীতিমত হুঙ্কার শোনা গিয়েছে কেজরিওয়ালের কণ্ঠে।

অমিত শাহকে বিতর্কে আহ্বান

অমিত শাহকে বিতর্কে আহ্বান

বিজেিপর কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নেই দিল্লিতে এমনই অভিযোগ করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। গত কয়েকদিন ধরে অমিত শাহ প্রচারে গিয়ে বলে চলেছেন আপনারা আমাকে ভোট দিন আমি আপনাদের মুখ্যমন্ত্রী দেব। এই নিয়ে আপের সঙ্গে বিরোধিতার পারা চড়ছিল। গতকাল কেজরিওয়াল ঘোষণা করেছিলেন আজ দুপুর ১টার মধ্যে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যে ঘোষণা করবেন তার সঙ্গে বিতর্কে অংশ নেবেন। কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মনোজ তিওয়ারি, স্মৃতি ইরানি না হরদীপ পুরী। তারপর থেকে বিজেপি নেতারা কেজরিওয়ালের উপর একের পর এক আক্রমণ শানিয়ে গিয়েছে। অনেকটা মেজাজ হারিয়েই কেজরিওয়াল বুধবার সাংবাদিক বৈঠক করে অমিত শাহকে সরাসরি বিতর্কে আহ্বান জানান। কেন দিল্লিবাসী বিজেপিকে ভোট দেবেন এই নিয়ে অমিত শাহকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।

 শাহিনবাগ বিতর্ক

শাহিনবাগ বিতর্ক

শাহিনবােগ বন্দুকধারী আপ সমর্থক বলে দাবি করেছে দিল্লি পুলিস। ২০০৯ সালে নাকি শাহিন বাগের শ্যুটার কপিল গুজ্জর আপে যোগ দিয়েছিলেন। সেই ছবিও প্রকাশ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তার পরেই কেজরিওয়াল পাল্টা দিল্লি পুলিসের বিরুদ্ধে নোটিস পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন। কেজরিওয়াল দাবি করেছেন যদি শাহিন বাগের শ্যুটার আপের সদস্য হয়ে থাকেন তাহলে তাঁকে ২০ বছরের জেল দেওয়া হোক। দিল্লির শ্যুটারের নাম আপের সঙ্গে জড়িয়ে নোংরা রাজনীতি করছেন অমিত শাহ এমনই অভিযোগ করেছেন কেজরিওয়াল।

 কেজরিওয়ালকে জঙ্গি বলে আক্রমণ

কেজরিওয়ালকে জঙ্গি বলে আক্রমণ

বিজেপি নেতারা অরবিন্দ কেজরিওয়ালকে জঙ্গি বলেও আক্রমণ করেছেন। তিনি শাহিনবাগে সিএএ বিরোধী আন্দোলনে মদত দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েেছ। এমনকী শাহিনবােগর আন্দোলনকারীদের আপ সরকার বিরিয়ানি খাওয়াচ্ছে বলেও অভিযোগ করেছে একাধিক বিজেপি নেতা। তার পরেই বাবার বিরুদ্ধে একের পর এক আক্রমণ নিয়ে ফুঁসে ওঠেন কেজরিওয়ালের মেয়ে হর্ষিতা। তিনি বুধবার বিজেপিকে রীতিমত চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন ১১ তারিখ এর জবাব পাবে বিজেপি।

English summary
Kejriwan dare to Amit Shah for debate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X