For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি বিধানসভা নির্বাচনের আগেই আসছে কেজরিওয়ালের ‘গ্যারান্টি কার্ড’

দিল্লি বিধানসভা নির্বাচনের আগেই আসছে কেজরিওয়ালের ‘গ্যারান্টি কার্ড’

  • |
Google Oneindia Bengali News

দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হতেই এবার কোমর বেঁধে মাঠে নেমেছে আপ-কংগ্রেস-বিজেপি সহ প্রায় প্রতিটি রাজনৈতিক দলই। ২০১৫-র পর ২০২০তেও এবার মোটের ময়দানে এক ইঞ্চিও মাটি ছাড়তে নারাজ আম আদমি পার্টি।

দিল্লি বিধানসভা নির্বাচনের আগেই আসছে কেজরিওয়ালের ‘গ্যারান্টি কার্ড’

দিল্লির রাজনীতিতে আরও বেশি করে ভোটারদের আকৃষ্ট করার জন্য এবার নতুন কৌশল নিতে দেখা গেল আপকে। এবার নির্বাচনী প্রচারের অংশ হিসাবে আপ 'কেজরিওয়ালের গ্যারান্টি কার্ড' প্রকাশ করবে বলে জানিয়েছে। দলের শহরতলির আহ্বায়ক গোপাল রায় এক সংবাদ সম্মেলনে শুক্রবার একথা বলেন।

এই প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়, "আমরা সেপ্টেম্বর থেকেই নির্বাচনী প্রচার কাজ শুরু করেছি। একাধিক জনসভা করার পাশাপাশি দলের তরফে একটি রিপোর্ট কার্ডও চালু হয়েছে। আমাদের প্রচারের মাধ্যমে আমরা বর্তমানে প্রায় ৩৫ লক্ষ বাড়িতে পৌঁছাতে পেরেছি। এবার মুখ্যমন্ত্রী তথা দলীয় প্রধান অরবিন্দ কেজরিওয়াল ২৩ শে জানুয়ারির আগে 'কেজরিওয়াল কা গ্যারান্টি কার্ড' চালু করবেন। এটি ইস্তেহারের থেকে সম্পূর্ণই আলাদা।"

সূত্রের খবর অনুযায়ী, এই কার্ড পাঁচ বছরে ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ এবং বিনামূল্যে ২০,০০০ লিটার জলের গ্যারান্টি দেবে বলে আশা করা হচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে বাস চলাচল এবং বিনামূল্যে তীর্থযাত্রার পরিকল্পনাও থাকছে এই কার্ডে।

English summary
Kejriwal's 'Guarantee Card\' is coming up before the Delhi, manifesto on 26th January
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X