মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠক করোনা ইস্যুতে: দিল্লির 'থার্ড ওয়েভ'র কারণ জানালেন কেজরিওয়াল
দেশজুড়ে ক্রমাগত আশঙ্কা বাড়ছে দিল্লিকে ঘিরে। রাজধানীর কোভিড পরিস্থিতি মাঝে খানিকটা নিয়ন্ত্রণে থাকলেও, পরের দিকে , তা প্রবল হারে বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে এদিন এদিন করোনা ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক রাজ্যপ্রধান এদিন বক্তব্য় রাখেন বৈঠকে।


দিল্লিতে তৃতীয় স্রোত আসার কারণ কী?
প্রসঙ্গত, দিল্লিতে করোনার তৃতীয় ওয়েভ শুরু হয়েছে বলে খবর। আর তার হাত ধরেই ক্রমাগত দিল্লিতে করোনা পরিস্থিতি উদ্বেগে রাখছে দেশকে। এমন অবস্থায় এই তৃতীয় স্রোতের অন্যতম কারণ হিসাবে অরবিন্দ কেজরিওয়াল বায়ুদূষণকে কাঠগড়ায় দাংড় করিয়েছেন।

করোনা রুখতে দূষণ কমাতে হবে
এদিন কেজরিওয়াল সাফ জানান, করোনা রুখতে হলে, দূষণ কমাতে হবে। আর তার জন্য প্রধানমন্ত্রীকে তিনি কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানান। প্রসঙ্গত, সোমবার দিল্লিতে ৪৪৫৪টি নতুন করোনা আক্রান্তের সংখ্যা উঠে আসে। পজিটিভি রেট ছিল ১১.৯৪ শতাংশ। নতুন করে ১২১ জনের মৃত্যু হয়েছে করোনায়।

দিল্লির পরিস্থিতির ব্যাখ্যা
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ১০ নভেম্বর দিল্লিতে করোনা ৮,৬০০ এর পিক নেয়। এরপর থেকে আক্রান্তের সংখ্যা ও পজিটিভিটি রেট দুটিই পড়তে শুরু করেছে।

মহারাষ্ট্র কতটা প্রস্তুত?
এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, মারাঠাভূমে করোনা রুখতে তিনি সবরকমভাবে সচেষ্ট। এছাড়াও উদ্ধব সরকার সিরাম ইনস্টিটিউটের সঙ্গে ভ্যাকসিন উৎপাদন নিয়ে যোগাযোগ রাখছে। এছাড়াও ভ্যাকসিন বিতরণে একটি বিশেষ টাস্ক ফোর্সট মহারাষ্ট্র গঠন করেছে বলে জানা উদ্ধব।
'ভালোবাসার উর্ধ্বে ধর্মীয় পরিচয় নয়’! লাভ জেহাদ নিয়ে যুগান্তকারী রায় এলাহাবাদ হাইকোর্টের