For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস এবং বিজেপির মধ্যে ILU-ILU চলছে! গুজরাত নির্বাচনের আগে বিস্ফোরক কেজরি

সামনেই গুজরাত নির্বাচন! আর সেই নির্বাচনকে ঘিরে চড়ছে পারদ। তবে এই নির্বাচনের আগেই একযোগে কংগ্রেস এবং বিজেপিকে আক্রমণ শানালেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, কংগ্রেস এবং বিজেপির মধ্যে ILU-ILU চলছে! এমনকি বিজেপির

  • |
Google Oneindia Bengali News

সামনেই গুজরাত নির্বাচন! আর সেই নির্বাচনকে ঘিরে চড়ছে পারদ। তবে এই নির্বাচনের আগেই একযোগে কংগ্রেস এবং বিজেপিকে আক্রমণ শানালেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, কংগ্রেস এবং বিজেপির মধ্যে ILU-ILU চলছে! এমনকি বিজেপির স্ত্রীয়ের মতো কংগ্রেস কাজ করছে বলেও তীব্র কটাক্ষ কেজরিওয়ালের।

গুজরাত নির্বাচনের আগে বিস্ফোরক কেজরি

শুধু তাই নয়, আগামী গুজরাত নির্বাচনে কংগ্রেসের পাঁচটিরও কম আসন আসবে বলে দাবি তাঁর। কেজরির মতে, গুজরাতের মানুষ পরিবর্তনের জন্যে তৈরি।

শুধু গুজরাতই নয়, সামনেই দিল্লি নগর নিগমের ভোট রয়েছে। আর সেই নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে আপ সুপ্রিমো। আর সেই প্রসঙ্গ তুলে কেজরি বলেন, বিজেপি ভয় পাচ্ছে। আর সেই কারণে একি সময়ে দু জায়গাতে একই সময়ে ভোট করাচ্ছে। তবে মানুষ ভোট দেবে। যে দলই আসুক না কেন, দিল্লির মানুষ আম আদমি পার্টিকেই ভোট দেবে বলে দাবি কেজরিওয়ালের। তাঁর মতে, সমস্ত সার্ভেতেই আম আদমি পার্টি আগে রয়েছে। এমনকি কংগ্রেসের থেকেও তাঁরা আগে রয়েছে বলে দাবি কেজরিওয়ালের। তবে লড়াই এখন সরকার তৈরির বলে দাবি তাঁর।

অরবিন্দ কেজরিওয়াল বলেন, বিজেপির লোকেরা কলকাতায় নয়জন হাওয়ালা ডিলারকে ধরে তাদের কাছ থেকে মিথ্যা বিবৃতি নিয়ে সত্যেন্দ্র জৈনকে জেলে পুরেছে। চার মাস ধরে তাঁকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু যখনই আদালত প্রমাণ চাইল সেই সময়েই বিচারককেই বদলি করে দেওয়া হল অভিযোগ আপ সুপ্রিমোর। এমনকি মনিষ শিশোদিয়াকেও ধরার চক্রান্ত চলছে বলে তোপ। কিছু না পেয়ে আমাকে অফার দেওয়া হচ্ছে বলে চাঞ্চল্যকর দাবি অরবিন্দের। বলেন, গুজরাত নির্বাচন থেকে সরে আসার কথা বলা হয়েছে। ওদিকে না গেলে সতেন্দ্র জৈনকে নাকি তাঁরা ছেড়ে দেবে, এমনকি মনিষের বিরুদ্ধেও কোনও তদন্ত হবে না বলে দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর।

এনডিটিভিতে একটি অনুষ্ঠানে অংশ নেন অরবিন্দ কেজরিওয়াল। সেখানেই একের পর এক চাঞ্চল্যকর দাবি করেন তিনি। বলে রাখা প্রয়োজন, সামনেই গুজরাত নির্বাচন। বিজেপির কাছে গড় আগলে রাখাটাই বড় চ্যালেঞ্জ। গুজরাতের নির্বাচন ১ ও ৫ ডিসেম্বর দুই দফায় হবে। ভোট গণনা হবে ৮ ডিসেম্বর। সমীক্ষায় দেখা গিয়েছে, ১৮২টি আসনের মধ্যে বিজেপি ১৩১ থেকে ১৩৯টি আসন পাবেন। তবে বিজেপির তরফে মনে করা হচ্ছে, সমীক্ষার থেকে বেশি আসনে বিজেপি জয়ী হয়ে গুজরাতে সপ্তমবারের জন্য সরকার গঠন করতে পারবে।

English summary
Kejriwal says congress is like wife of BJP, both playing ILU-ILU
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X