For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল-মোদী মন্তব্যে রি-টুইট করে বিপাকে কেজরিওয়াল

Google Oneindia Bengali News

রাহুল-মোদী মন্তব্যে রি-টুইট করে বিপাকে কেজরিওয়াল
নয়াদিল্লি, ২৮ জানুয়ারি : বিতর্ক আর পিছু ছাড়ছে না অরবিন্দ কেজরিওয়ালের। ছাড়বেই বা কি করে, বিতর্ককে তো যেচে বারবার আমন্ত্রণ দিচ্ছেন তিনি। এবারের বিতর্কের সূত্র সোস্যাল সাইট টুইটারের টুইট সংক্রান্ত। বলিউডের এক নামী সঙ্গীতকারের (যিনি আপের সমর্থকও বটে) রাহুল গান্ধী-নরেন্দ্র মোদী সংক্রান্ত একটি বিতর্কিত টুইটকে রিটুইট করে সমালোচনার মুখে পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

সোমবার রাতে একটি প্রাইভেট টিভি চ্যানেলে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর একান্ত সাক্ষাৎকার শেষ হওয়ার পরে সঙ্গীতকার বিশাল দদলানি একটি টুইট করেন যাতে তিনি বলেন, "মূর্খ ও খুনীর মধ্যে আমরা ফেঁসে গিয়েছি....ভারত, এর পর কী!?" এই টুইটকে পুনরায় টুইট (রি-টুইট) করেন কেজরিওয়াল।

"মূর্খ ও খুনীর মধ্যে আমরা ফেঁসে গিয়েছি....ভারত, এর পর কী!?"

বিশাল মূলত নিজের টুইটে নরেন্দ্র মোদীকে প্রসঙ্গ করে খুনী শব্দের উল্লেখ করেছেন। আপের সমর্থকদের তালিকায় বিশাল দদলানি জ্বলজ্বলে নাম। রাহুল গান্ধীর সাক্ষাৎকারের পর একের পর এক টুইটে টুইটার ভরে যাচ্ছিল। এইসব টুইটের মধ্যেই একটি টুইট ছিল বিশালের। বিশাল কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, অথচ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে এমন মন্তব্যকে কীভাবে পাবলিক ফোরামে সমর্থন করলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন।

এই প্রসঙ্গে চোখ লাল হয়েছে বিজেপি নেতৃত্বের। বিজেপি নেতা নির্মলা সীতারামন কেজরিওয়ালকে সতর্ক করে বলেছেন, "তিনি (অরবিন্দ কেজরিওয়াল) যা টুইট করছেন তার বিষয়ে সতর্ক হওয়া উচিত।"

অরবিন্দ কেজরিওয়ালের ক্ষমতায় আসার সবেমাত্র এক মাস পূর্তি হয়েছে। তার মধ্যে যত না কাজ করার সুযোগ পেয়েছেন তার থেকে বিতর্কের সম্মুখীন হয়েছেন বেশি। ৩৩ ঘন্টার ধরনা, আইনমন্ত্রীর মধ্যরাতের অভিযান, কেজরিওয়ালের বিলাসবহুল বাড়ি...আরও কত কী। কেজরিওয়ালের পথ চলার আরও অনেক বাকি।

English summary
Kejriwal retweets Rahul-Modi comment, faces ire
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X