For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কথা রাখলেন কেজরিওয়াল, ভরতুকি বাড়িয়ে বিদ্যুতের দাম কমাল আপ সরকার

Google Oneindia Bengali News

কথা রাখলেন কেজরিওয়াল, ভরতুকি বাড়িয়ে বিদ্যুতের দাম কমাল আপ সরকার
নয়াদিল্লি, ১ জানুয়ারি : জলের পর এবার বিদ্যুৎ। নির্বাচনের আগে আম আদমি পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে বিদ্যুতের ৫০ শতাংশ দাম কম করবে। এবার কথা রাখার পালা।

দিল্লিবাসীকে বিনামূল্যে পানীয় জল দেওয়ার ঘোষণার পর এবার বিদ্যুতের দাম কমাল আপ সরকার৷ নতুন বছর শুরুর আগের দিনই দিল্লিবাসীকে সস্তায় বিদ্যুত্ দেওয়ার কথা ঘোষণা করলেন নতুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷

সরকারি কোষাগার থেকে অতিরিক্ত ২০০ কোটি টাকা বিদ্যুতে ভরতুকিবাবদ খরচ করতে হবে৷

আগের হিসাব অনুযায়ী,২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের জন্য ইউনিট প্রতি বিদ্যুতের দাম ধরা হতো ৩ টাকা ৯০ পয়সা। এর মধ্যে সরকারের ভরতুকি থাকত ১ টাকা ২০ পয়সা। ফলে ০ থেকে ২০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারীদের এক ইউনিটের জন্য দিতে হতো ২ টাকা ৭০ পয়সা।

নয়া হিসাবে এবার দিল্লির জনগণকে বিদ্যুতের প্রতি ইউনিট ব্যবহারের জন্য ১ টাকা ৯৫ পয়সা দিতে হবে।

অন্যদিকে আগে প্রতিমাসে ২০০ থেকে ৪০০ ইউনিট বিদ্যুত্ খরচ হলে বিদ্যুতের দাম ধরা হত পাঁচ টাকা ৮০ পয়সা৷ এর মধ্যে সরকার ভর্তুকি দিত ৮০ পয়সা৷ অর্থাত্ গ্রাহকদের এক ইউনিট বিদ্যুতের জন্য ৫ টাকা দিতে হত৷ এখন গ্রাহককে দিতে হবে ২ টাকা ৯০ পয়সা৷ অর্থাত্ লাভ ২ টাকা ১০ পয়সা।

আপ সরকারের নয়া ঘোষণায় দিল্লিবাসী যে জনগণ উপকৃত হবে সে বিষয়ে কোনও মতভেদ নেই। কিন্তু জনগণের জন্য বিদ্যুতের দাম কমিয়ে দেওয়ায় সরকারের ভরতুকির পরিমান বেড়ে যাবে। এ জন্য সরকারি কোষাগার থেকে অতিরিক্ত ২০০ কোটি টাকা ভরতুকিবাবদ খরচ করতে হবে৷

English summary
Kejriwal keeps another promise, cuts power bills 50% by raising subsidy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X