For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি ফিরছে অরবিন্দ কেজরিওয়ালের কাছেই, সমীক্ষায় জনপ্রিয়তার সেই ইঙ্গিত

দিল্লি ফিরছে কেজরিওয়ালের কাছেই, সমীক্ষায় জনপ্রিয়তার সেই ইঙ্গিত

Google Oneindia Bengali News

ফের ক্ষমতায় ফিরতে চলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আইএনএস-সি ভোটার সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। কারণ সমীক্ষা বলছে দিল্লির ৫৮ শতাংশ ভোটার কেজরিওয়ালের পরিষেবা অত্যন্ত খুশি। তাঁরা দ্বিতীয়বার কেজরিওয়ালকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান।

আপই ফিরছে ক্ষমতায়

আপই ফিরছে ক্ষমতায়

আইএএনএস সি ভোটার সমীক্ষায় উঠে এসেছে দিল্লির ৫৮ শতাংশ মানুষ পছন্দ করেন কেজরিয়ালকে। তাঁরা আবার দিল্লিতে কেরিওয়ালকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। এর মধ্যে আবার ৫২ শতাংশ দিল্লি ভোটার বলছেন তাঁরা আপ সরকারের কাজে ভীষণভাবে তুষ্ট। ২২ শতাংশ মানুষ মনে করেন সন্তোষ জনক কাজ করেছে আপ সরকারষ আর মাত্র ২৫ শতাংশ মানুষ মনে করেন আপ সরকারের পরিবর্তন দরকার।

বিজেপির পক্ষে কঠিন হবে ময়দান

বিজেপির পক্ষে কঠিন হবে ময়দান

দিল্লির সরকার গড়ার জন্য মরিয়া হয়ে উঠেছে বিজেপি। প্রথম দিন থেকে প্রচারে নেমেছেন মোদী অমিত শাহ। একের পর এক ভোট প্রতিশ্রুতি দিয়ে চলেছে বিজেপি নেতারা। মনোজ তিওয়ারি বলেছেন ক্ষমতায় এলে আপ সরকারের ৫ গুণ সুবিধা দেবেন দিল্লিবাসীকে।

সিএএ প্রভাব দিল্লি ভোটে

সিএএ প্রভাব দিল্লি ভোটে

শাহিন বাগে ক্রমবর্ধমান সিএএ বিরোধী প্রতিবাদ আন্দোলনে বেশ অস্বস্তিতে রয়েছে মোদী সরকার। দিল্লির ভোটে যে সিএএ-র প্রভাব পড়বে তাতে কোনও সন্দেহ নেই। সে সম্ভাবনা আঁচ করতে পেরেই অমিত শাহ দিল্লির ভোটারদের বলেেছন এতো জোরে ইভিএমের বোতাম টিপুন যাতে তাঁর ঝাঁকুনি শাহিন বাগে এসে পৌঁছয়।

মোদীর ২য় মেয়াদে শোচনীয় হাল বিজেপি শাসিত রাজ্যগুলির পারফরম্যান্স, সমীক্ষা রিপোর্টমোদীর ২য় মেয়াদে শোচনীয় হাল বিজেপি শাসিত রাজ্যগুলির পারফরম্যান্স, সমীক্ষা রিপোর্ট

English summary
Kejriwal is most popular in Delhi, says Survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X