For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদ্যুতের বিল খেলাপিদের 'পুরস্কার' দেবে দিল্লি সরকার

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

অরবিন্দ কেজরিওয়াল
নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি: ২০১২ সালের অক্টোবর থেকে ২০১৩ সালের এপ্রিল। এই সময়সীমায় যারা বিদ্যুতের বিল জমা দেননি, তাদের পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল অরবিন্দ কেজরিওয়ালের সরকার। ঠিক হয়েছে, এমন ২৪ হাজার মানুষ বিলে উল্লিখিত টাকার পরিমাণের অর্ধেক দিলেই তাদের বিদ্যুৎ সংযোগ ফের চালু করে দেওয়া হবে।

কেন এমন সিদ্ধান্ত? আমআদমি পার্টির বরিষ্ঠ নেতা মণীশ শিশোদিয়া জানান, ওই সময় অন্যায্যভাবে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছিল কংগ্রেস সরকার। এর বিরুদ্ধে সবাই প্রতিবাদ জানাতে বলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। বিল দিতে মানা করেছিলেন। সেই আবেদন শুনে যারা বিল খেলাপ করেছিলেন, তাদের এবার 'পুরস্কৃত' করার সময় এসেছে।

ধরা যাক, ওই সময় আপনার বিদ্যুতের বিল হয়েছিল পাঁচ হাজার টাকা। এখন আপনি আড়াই হাজার টাকা দিলেই আবার চালু হয়ে যাবে বিদ্যুৎ সংযোগ। বুধবার এমন কয়েকটি বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থেকে বিদ্যুৎ সংযোগ ফের চালু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এতে অবশ্য বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি বেজায় চটে গিয়েছে। তারা আদালতে যাওয়ার হুমকি দিয়েছে।

প্রসঙ্গত, আর্থিক ক্ষতির সম্মুখীন বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি ৫ ফেব্রুয়ারি থেকে দিল্লিকে আঁধার করে দেওয়ার হুমকি দিয়েছিল। আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ মার্চ পর্যন্ত রেহাই মিলেছে।

English summary
Kejriwal Govt will reward those who defaulted on electricity bills
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X