For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পেট্রোল তৈরি রাখুন সমস্ত কিছু জ্বালিয়ে দিতে হবে বনধের সময়', কংগ্রেস নেতার বক্তব্য ঘিরে বিতর্ক

এবার ভুবনেশ্বরের কংগ্রেস নেতা দাবি তুলেছেন 'নির্দেশ পেলেই জ্বালিয়ে দিন'। আর কংগ্রেস নেতা প্রদীপ মাঝিকে নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক।

  • |
Google Oneindia Bengali News

এবার ভুবনেশ্বরের কংগ্রেস নেতা দাবি তুলেছেন 'নির্দেশ পেলেই জ্বালিয়ে দিন'। আর কংগ্রেস নেতা প্রদীপ মাঝিকে নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। প্রসঙ্গত, এক নাবালিকার ধর্ষণের প্রতিবাদে আয়োজিত বনধের প্রেক্ষিতে এমন বক্তব্য উঠে আসে ওড়িশার কংগ্রেস নেতার তরফে।

 প্রদীপ মাঝির বক্তব্য

প্রদীপ মাঝির বক্তব্য

ওড়িশার নবরংপুর জেলায় ১২ ঘণ্টা প্রতিবাদী বনধ ডাকা হয়েছিল এক নাবালিকার ধর্ষণের প্রতিবাদে। আর সেই বনদের আগে কংগ্রেস নেতা মাঝি বলেন, ' পেট্রোল তৈরি রাখুন। যে মুহূর্তে নির্দেশ পাবেন, সেই মুহূর্তে সব জ্বালিয়ে দিন। তারপর যা হবে আমরা দেখে নেব। '

 কংগ্রেস নেতার বক্তব্য ঘিরে তোলপাড়

কংগ্রেস নেতার বক্তব্য ঘিরে তোলপাড়

কংগ্রেস নেতা প্রদীপ মাঝির বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হলেও, কেন এখনও পর্যন্ত ব্যবস্থা নিচ্ছেনা সরকার?কেন সেখানে পুলিশ মাঝির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি? সেই প্রশ্ন তোলা হয়েছে।

 ক্ষমাপ্রার্থী নন মাঝি

ক্ষমাপ্রার্থী নন মাঝি

প্রদীপ মাঝি এরপর সাফ জানিয়ে দেন যে, তিনি 'ক্ষমাপ্রার্থী' ই নন। তিনি বলেন, ' আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসুর নীতিতে চলতে হবে। সরকার যখন ধর্ষণ ও আর নাবালিকাদের উপর অত্যাচার নিয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না, তখন এটাই করতে হবে। '

English summary
Keep Petrol ready to set everything on fire during strike, says cong leader.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X