For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেদারনাথে ফের অশনি সংকেত! দেবভূমিতে কেন ঘনিয়ে আসতে পারে দুর্যোগ, জবাব দিল স্যাটেলাইট

২০১৩ সালের সেই ভয়ঙ্কর দিন এখনও কেদারনাথবাসীর কাছে যেন দগদগে ঘায়ের মতো এক স্মৃতি! চোখের নিমেষে সেদিন তছনছ হয়ে গিয়েছিল অনেকেরই শেষ সম্বলটুকুও।

  • |
Google Oneindia Bengali News

২০১৩ সালের সেই ভয়ঙ্কর দিন এখনও কেদারনাথবাসীর কাছে যেন দগদগে ঘায়ের মতো এক স্মৃতি! চোখের নিমেষে সেদিন তছনছ হয়ে গিয়েছিল অনেকেরই শেষ সম্বলটুকুও। ভয়াবহ বন্যায় ভাসিয়ে নিয়ে গিয়েছিল প্রায় ৫০০ হাজার মানুষকে। তারপর থেকে এই দেবভূমি আজও মেঘভাঙা বৃষ্টি বা হিমবাহ ধসের কথা শুনলে ত্রস্ত হয়। আর এবারের স্যাটেলাইট থেকে পাঠানো ছবি আবারও এক অশনি সংকেত দিচ্ছে কেদারনাথ ঘিরে।

 অশনি সংকেত দেবভূমিতে!

অশনি সংকেত দেবভূমিতে!

স্যাটেলাইটের তোলা ছবি বলছে এলাকার চোরাবারি লেকের কথা। কেদারনাথ থেকে এই এলাকা পাহাড়ের উপরে ২ কিলোমিটার দূরে। এই লেকরে আশপাশে বাড়ছে জলীয় এলাকার সংখ্যা। যে লেক এতদিন বরফে ঢেকে থাকত,তা এবার গলতে শুরু করেছে বলেও দেখা যাচ্ছে। ফলে এর জলস্তর বাড়তে থাকলেই দেবভূমি আবারও এক বন্যার মুখে পড়তে পারে।

কোন স্যাটেলাইটের ছবি?

কোন স্যাটেলাইটের ছবি?

২০১৯ সালের ২৬ জুন ল্যান্ডস্যাট ৮ ও সেন্টিনেল ২বি স্যাটেলাইটে ছবি ঘিরে উঠে আসছে একাধিক তথ্য। সেখানেই দেখা গিয়েছে কেদারনাথের অদূরেই ক্রমে জলাশয়ের সংখ্যা বাড়ছে। আর এই তথ্য উত্তারখণ্ড সরকারের কাছে পাঠানোর পর তারা উপযুক্ত ব্যবস্থা নিতে শুরু করেছে।

বিশেষজ্ঞরা কী বলছেন ?

বিশেষজ্ঞরা কী বলছেন ?

১১ জুনের স্যাটেলাইটের ছবি থেকেই এই জলাশয়ের খবর সামনে আসতে থাকে। এদিকে, বিশেষজ্ঞরা বলছেন, কেদারনাথ অত্যন্ত সংবেদনশীল ও ক্ষণভঙ্গুর এলাকা। ফলে ওই এলাকায় জলাশয় গঠিত হওয়া মানেই প্রশাসনিকভাবে সতর্ক থাকতে হবে।

[আরও পড়ুন:জি২০:'ধর্মীয় ঐক্য আর মানবিকতার প্রতি হুমকির নাম সন্ত্রাসবাদ' , বিশ্বমঞ্চে বার্তা মোদীর ][আরও পড়ুন:জি২০:'ধর্মীয় ঐক্য আর মানবিকতার প্রতি হুমকির নাম সন্ত্রাসবাদ' , বিশ্বমঞ্চে বার্তা মোদীর ]

[আরও পড়ুন:জাপানে মুখোমুখি মোদী-ট্রাম্প, যে ১০টি বিষয় উঠে এল জি-২০ সম্মেলন শুরুর আগে ][আরও পড়ুন:জাপানে মুখোমুখি মোদী-ট্রাম্প, যে ১০টি বিষয় উঠে এল জি-২০ সম্মেলন শুরুর আগে ]

English summary
Kedarnath may face another disaster says Space satellite Images.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X