For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষমতা দখলের চেষ্টা করছে প্রতিবেশী শাসক! রাজ্যবাসীকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

রাজ্যবাসীকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ভোট প্রচারে গিয়ে তেলেঙ্গানার তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রাজ্যবাসীকে অন্ধ্রের শাসকদের সম্পর্কে হুঁশিয়ারি দেন।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যবাসীকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ভোট প্রচারে গিয়ে তেলেঙ্গানার তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রাজ্যবাসীকে অন্ধ্রের শাসকদের সম্পর্কে হুঁশিয়ারি দেন।
তারা ফের তেলেঙ্গানার ক্ষমতার নিয়ন্ত্রণ চাইছে বলে মন্তব্য করেন কেসিআর।

ক্ষমতা দখলের চেষ্টা করছে প্রতিবেশী শাসক! রাজ্যবাসীকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

তেলেঙ্গানা আলাদা রাজ্যের মর্যাদা পেয়েছে। দশকের পর দশক ধরে সংঘর্ষের পর অন্ধ্রের শাসকদের থেকে স্বাধীন হয়েছে তেলেঙ্গানা। সেই তেলেঙ্গানাকে কি অন্ধ্রের
দলের হাতে তুলে দেওয়া যায়। সমাবেশে প্রশ্ন করেন তিনি। সমাবেশে অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর নামও উল্লেখ করেন কেসিআর। যাঁর দল টিডিপি তেলেঙ্গানায় এবারের ভোটে মহা কোটামি( মহা জোট)-র অংশ।

রাজ্যের কোদাঙ্গল কেন্দ্রের ভোট প্রচারে কোসগি শহরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওইদিনই তেলেঙ্গানা কংগ্রেসের কার্যকরী সভাপতি রাভন্থ রেড্ডির গ্রেফতার উত্তেজনা ছড়ায়। এই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই কংগ্রেস নেতা।
নির্বাচন কমিশনের নির্দেশেই তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। কেননা ওই কংগ্রেস নেতা কেসিআর-এর সভা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন।

কেসিআর দাবি করেন, টিআরএস সরকার রাজ্যের আদিবাসীদের নিজেদের শাসনের অধিকার দিয়েছে। তাদের গ্রাম পঞ্চায়েতের অধিকারও দেওয়া হয়েছে।

English summary
KCR raises poll pitch in Telangana warns of ‘Andhra takeover’
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X