For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৌরবরা ছিল টেস্ট টিউব বেবি, রাবণের ছিল বিমান! বিজ্ঞান কংগ্রেসে দাবি উপাচার্যের, দেখুন ভিডিও

বিতর্কে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপচার্য। তাঁর দাবি ভারতে স্টেম সেল রিসার্চ , টেস্ট টেউব বেবি এমন কী গাইডেড মিসাইলের কাজ শুরু হয়েছে হাজার বছর আগে। এপ্রসঙ্গে তিনি মহাভারত, রামায়নের দৃষ্টান্ত টেনেছেন।

  • |
Google Oneindia Bengali News

বিতর্কে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপচার্য। তাঁর দাবি ভারতে স্টেম সেল রিসার্চ , টেস্ট টেউব বেবি এমন কী গাইডেড মিসাইলের কাজ শুরু হয়েছে হাজার বছর আগে। এপ্রসঙ্গে তিনি মহাভারত, রামায়নের দৃষ্টান্ত টেনেছেন।

কৌরবরা ছিল টেস্ট টিউব বেবি, রাবণের ছিল বিমান! বিজ্ঞান কংগ্রেসে দাবি উপাচার্যের, দেখুন ভিডিও

ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের বক্তব্য রাখছিলেন অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি নাগেশ্বর রাও। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তিনি বলেন, এক মায়ের থেকে ১০০ কৌরবের জন্ম হয়েছিল। যেটা হয়েছিল স্টেম সেল রিসার্চ এবং টেস্ট টিউব বেবি প্রযুক্তি থেকে। যা ঘটেছিল কয়েকহাজার বছর আগে। এদেশে বিজ্ঞান এমনই।

উপাচার্য জি নাগেশ্বর রাও বলেন, মহাভারত বলে, ১০০ টি মাটির পাত্রে ১০০ টি ডিম্বানু নিষিক্ত করা হয়েছিল। এটা কি টেস্টটিউব বেবি নয়। হাজার বছর আগে দেশে স্টেম সেল রিসার্চ ছিল। দাবি করেছেন ওই উপাচার্য।

উপাচার্য আরও দাবি করেন, ভগবান রামচন্দ্র অস্ত্র এবং শাস্ত্রও ব্যবহার করতেন। যা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করল আবার ফিরেও আসত। এটাই প্রমাণ করে, হাজার হাজার বছর আগে দেশে গাইডেড মিসাইলের প্রযুক্তি ছিল।

উপাচার্য রাও আরও বলেছেন, রাবণের ২৪ রকমের বিমান ছিল। লঙ্কায় একাধিক বিমানবন্দরও ছিল রাবণের। বলেছেন অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

English summary
Kauravas Of Mahabharata Were Test-Tube Babies claimed Andhra University Head
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X