For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রস্রাব-বিতর্কে নয়া মোড়, এয়ার ইন্ডিয়ার যাত্রীর দাবিতে জনপ্রিয় কত্থক নৃত্যশিল্পীর প্রতিক্রিয়া

প্রস্রাব-বিতর্ক সম্প্রতি নয়া মোড় নিয়েছে। এয়ার ইন্ডিয়ার অভিযুক্ত যাত্রী দাবি করেছেন তিনি প্রস্রাব করেননি। আর তারপরই জনপ্রিয় কত্থক নৃত্যশিল্পীর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

প্রস্রাব-বিতর্ক সম্প্রতি নয়া মোড় নিয়েছে। এয়ার ইন্ডিয়ার অভিযুক্ত যাত্রী দাবি করেছেন তিনি প্রস্রাব করেননি। আর তারপরই জনপ্রিয় কত্থক নৃত্যশিল্পীর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। শিল্পী জানিয়েছেন, একজন মহিলার বিনয়কে অসম্মান করছেন, তিনি সত্য থেকে সরে আসার চেষ্টা করছেন।

এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব বিতর্কে অভিযুক্ত শঙ্কর মিশ্র দিল্লির দায়রা আদালতে বলেছিলেন, তিনি এটা করেননি। বরং অভিযোগকারিনী নিজেই প্রস্রাব করেছিলেন। এর ফলে ঘটনাটি অন্য দিকে মোড় নিতে শুরু করে। শঙ্কর মিশ্রের আইনজীবী রমেশ গুপ্তা বলেন, অভিযোগকারী সহযাত্রী একজন কত্থক নৃত্যশিল্পী। প্রায় ৮০ শতাংশ কত্থক শিল্পীর তাঁর প্রতি অসন্তোষ রয়েছে।

য়ার ইন্ডিয়ার যাত্রীর দাবি, কত্থক নৃত্যশিল্পীর প্রতিক্রিয়া

পদ্ম পুরস্কারপ্রাপ্ত কত্থক নৃত্যশিল্পী শোভনা নারায়ণ দাবিগুলি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এইভাবে সত্য থেকে সরে আসার চেষ্টা করথেন অভিযুক্ত যাত্রী। একজন মহিলার সঙ্গে শালীনতা বজায় রাখেননি, আবার তিনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন নিজের অপরাধ ঢাকতে।

তিনি বলেন, আমি তাঁর এই দাবির সঙ্গে একমত নই। আমি মনে করি, এটি এক অদ্ভুত যুক্তি। এখন পর্যন্ত যা উপস্থাপন করা হয়েছে, তা শালীন নয়। যেটা ঘটেছে সেটা অপরাধ। তা যাঁর সঙ্গেই ঘটুক না কেন, সেটা ঠিক নয়। আর তা কখনও কোনও পেশার সঙ্গে সম্পর্কিত নয়।

উত্তরপ্রদেশের আর এক নৃত্যশিল্পী এই ঘটনায় অযোক্তিক বিবৃতি দেওয়ার জন্য অভিযুক্তের আইনজীবীর কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ওই আইনজীবী সমস্ত কত্থক নৃত্যশিল্পীদের অপমান করছেন। তাঁর বিবৃতি একেবারেই কাল্পনিক। মনগড়া কথা বলে তিনি নিজের মক্কেলকে বাঁচানোর চেষ্টা করছেন। ওই শিল্পী বলেন, নৃত্যশিল্পীরা তাদের মন এবং শরীরকে এমনভাবে প্রশিক্ষণ দেয়, যা খুব দীর্ঘ সময়ের জন্য ভারসাম্য বজায় রাখতে পারে।

এর আগে আইনজীবী বলেছিলেন, অভিযোগকারীর আসনটি অবরুদ্ধ ছিল। তাই অভিযোগকারীর পক্ষে তাঁর সহযাত্রী ওই নৃত্যশিল্পীর কাছে পৌঁছনো সম্ভব ছিল না। বসার ব্যবস্থা এমনভাবেই করা ছিল, যে কেউ তার আসনে যেতে পারত না। যেই এই কাজ করে থাকুন না কেন, তিনি করেননি। আদালতের বিচারক আইনজীবীর দাবি খারিজ করে দিয়েছেন। তিনি এক্ষেত্রে ফ্লাইটে বসার ছবি পেশ করতে নির্দেশ দিয়েছেন আইনজীবীকে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে সহযাত্রীর উপর প্রস্রাব করার অভিযোগ হয়। এই ঘটনায় অভিযুক্ত শঙ্কর মিশ্রকে গ্রেফতার করা হয়েছিল। তারপর এই ঘটনায় একের পর এক দাবি, পাল্টা দাবি সামনে আসছে। আর বিতর্ক তৈরি হচ্ছে।

English summary
Kathak dancer reacts after Air India’s alleged passenger’s demand about Urine controversy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X