For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরিরা মহাচোর, ফারুক আবদুল্লার মন্তব্যে ঝড়

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ফারুক আবদুল্লা
শ্রীনগর, ৩ মার্চ: কাশ্মীরিদের 'মহাচোর' বলে বর্ণনা ফের তোপের মুখে ফারুক আবদুল্লা। সোমবার রাজ্য বিধানসভায় এর জেরে হইচই হয় সারাদিন। বিরোধী দল পিডিপি অভিযোগ করেছে, এর ফলে কাশ্মীরের মানুষ অপমানিত বোধ করছেন। তাঁকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।

ন্যাশনাল কনফারেন্সের বর্তমান সাংসদ তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা রাজ্যের আর্থিক উন্নয়ন নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন। তা বলতে গিয়ে তিনি বলেন, "উন্নয়ন হবে কী করে? রাজ্যে বিদ্যুৎ চুরির ঘটনা এত বেড়ে গিয়েছে যে বলার নয়। কাশ্মীরিরা শুধু চোর নয়, মহাচোর।" ব্যস! হইচই শুরু হয়ে যায়।

সোমবার রাজ্য বিধানসভার অধিবেশবন শুরু হতেই পিডিপি বিধায়করা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। দাবি করেন, এক্ষুণি নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তিনি অবশ্য ক্ষমা চাননি। শ্রীনগরে বিভিন্ন কাশ্মীরি সংগঠন তাঁর এই বক্তব্যের প্রতিবাদে মিছিল করে। হাতে ছিল পোস্টার-ব্যানার। মিছিল থেকে ফারুক আবদুল্লার পদত্যাগের দাবিও ওঠে।

এর আগেও মেয়েদের বিরুদ্ধে মন্তব্য করে খবরের শিরোনামে এসেছিলেন ফারুক আবদুল্লা। বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যখন শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল, তখন ফারুক আবদুল্লা বলেছিলেন, "আমি তো আজকাল মেয়েদের সঙ্গে কথা বলতেই ভয় পাই। এমনকী, মহিলা সচিবও আমি রাখতে আগ্রহী নই। কে জানে, কোন দিন হয়তো আমার বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ উঠবে আর আমায় জেল খাটতে হবে।" তখন নারী সংগঠনগুলি রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। সেই সময় বাবার হয়ে সাফাই দিয়েছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শেষে চাপে পড়ে ক্ষমা চাইতে হয়েছিল তাঁকে।

English summary
Kashmiris are thieves, chaos over Farooq Abdullah's controversial remark
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X