For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ রক্ষা হল না, নূপুর শর্মার শিরোচ্ছেদর করার উস্কানিমূলক ভিডিও বানিয়ে গ্রেফতার কাশ্মীরি ইউটিউবার

Google Oneindia Bengali News

কাশ্মীররে ইউটিউবার ফয়সাল ওয়ানিকে বিজেপি মুখপাত্র নুপুর শর্মার শিরশ্ছেদ করার ভিডিও করে হুমকি দেওয়ার জন্য গ্রেপ্তার করা হল। ওয়ানি তাঁর ভিডিওর জন্য ক্ষমা চেয়েছিলেন। নূপুর শর্মাকে বরখাস্ত করেও যেমন লাভ হয়নি বিজেপির, তেমনই ক্ষমা চেয়েও লাভ হল না ফয়সাল ওয়ানির।

শেষ রক্ষা হল না, নূপুর শর্মার শিরোচ্ছেদর করার উস্কানিমূলক ভিডিও বানিয়ে গ্রেফতার কাশ্মীরি ইউটিউবার

শনিবার, ১১ জুন জম্মু ও কাশ্মীর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে৷ ওয়ানির ইউটিউবে ডিপ পেইন ফিটনেস নামে একটি ফিটনেস চ্যানেল চালান৷ সেখানেই ইউটিউবার আগের দিন বলেছিলেন, "যে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিওটি আমিই তৈরি করেছি কিন্তু আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমি ভিডিওটি ডিলিট করে দিয়েছি এবং এতে কারো মনে আঘাত লাগলে আমি ক্ষমাপ্রার্থী," ।

ঘটনা হল এই সপ্তাহের শুরুতে তার চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে, ইউটিউবারকে খালি শরীরে এবং একটি তলোয়ার হাতে দেখা যায়। নবীর বিরুদ্ধে মন্তব্যের জন্য নূপুর শর্মার ছবির শিরচ্ছেদ করতে ব্যবহার করতে ওই তলোয়ারটি ব্যবহার করেছিলেন ওয়ানি। গ্রাফিক ভিডিওটি স্পষ্ট উস্কানির বার্তা দেয়। সমস্যা তৈরি হবার পর ওই ভিডিও ওয়ানির চ্যানেল থেকে ডিলিট করে ফেলা হয়েছে।

ওই ইউটিউবার বলেছিলেন যে তাকে তার মহিলাদের পোশাকের দোকান বন্ধ করতে হয়েছিল । তারপর তিনি খোলেন ইউটিউবের চ্যানেল। ভিডিও তৈরি ও এডিট করতে হয় তা শিখতে একটি কম্পিউটার কোর্স করতে দিল্লিতে গিয়েছিলেন।তিনি যোগ করেন, "আপনি আমার কাজ এবং আমি আসলে কি করি তা যাচাই করতে পারেন, আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে।"

প্রসঙ্গত, মে মাসের শেষের দিকে, নুপুর শর্মা, তখন ক্ষমতাসীন বিজেপির একজন মুখপাত্র, একটি টিভি বিতর্কের সময় নবী মহম্মদ সম্পর্কে মন্তব্য করেছিলেন, যা বিশ্বব্যাপী ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। বিতর্কের ক্লিপটি ভাইরাল হওয়ার সাথে সাথে কাতার, পাকিস্তান এবং আফগানিস্তান সহ অন্তত ১৪টি দেশ এই মন্তব্যের জন্য ভারতের নিন্দা করে।

ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টায় বিজেপি নূপুর শর্মা এবং নবীন জিন্দালকে দল থেকে বরখাস্ত করে। বিজেপি টিভি শোতে উপস্থিত প্রতিনিধিদের জন্য নতুন নির্দেশিকাও তৈরি করেছে। শুধুমাত্র সরকারী মুখপাত্রদের এখন টিভি বিতর্কে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তাছাড়া মুখপাত্রদের ধর্মীয় প্রতীক নিয়ে কথা না বলতে বলা হয়েছে। বিজেপি শর্মাকে বরখাস্ত করে এবং একটি বিবৃতি জারি করে বলে যে এটি তাঁদের মতাদর্শের বিরুদ্ধে যা কোন সম্প্রদায় বা ধর্মকে অপমান করে বা অবমাননা করে" এবং যোগ করে যে "এই ধরনের লোক বা দর্শনকে তাঁরা প্রচার করে না"।

যদিও বিজেপি নেতার বক্তব্য নিয়ে ক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবারের নামাজের পরে বেশ কয়েকটি রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, হাজার হাজার লোক নবীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের নিন্দা করে এবং নূপুর শর্মার গ্রেপ্তারের দাবি জানায়।

এদিকে ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় রাস্তায় নেমেছে মুসলিম জনতা৷ সম্প্রতি একটি টিভি চ্যানেলের বিতর্কে সময় নবী মহম্মদকে নিয়ে মন্তব্য করেন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা (বর্তমানে বিজেপি থেকে বহিষ্কৃত)। বিতর্ক অনুষ্ঠানটিতে জ্ঞানব্যাপীতে শিবলিঙ্গ পাওয়া নিয়ে প্রতিপক্ষকে জবাব দিতে গিয়ে নবী মহম্মদের প্রসঙ্গ টানেন নূপুর। সপই বক্তব্য সামনে আসতেই দেশে ও বিদেশের ইসলামিস্ট রাষ্ট্রগুলিতে প্রতিবাদ শুরু হয়। শুক্রবার নমাজের পর দেশের একাধিক জায়গাতে এ নিয়ে বিক্ষোভ দেখাতে রাস্তায় নামেন মুসলিমরা৷

English summary
Kashmiri YouTuber controversial video on social media on nupur sharma got arrested
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X