For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৫ বছর আগে কাশ্মীর থেকে উধাও হওয়া জঙ্গিকে কোথায় পাওয়া গেল! চাঞ্চল্যকর তথ্য

কাশ্মীর থেকে উধাও হওয়ার ২৫ বছর পর জঙ্গিকে কোথায় পাওয়া গেল! চাঞ্চল্যকর তথ্য

  • |
Google Oneindia Bengali News

উপত্যকার শহর শ্রীনগরের ডাউনটাউনের বাসিন্দা ছিল আজাজ আহমেদ আহঙ্গার। ২৫ বছর আগে , সে ভারত ছেড়ে চলে যায়। আজাজকে খুঁজতে হন্যে হয়ে যায় প্রশাসন। এরপর ২৫ বছর পার করে আজাজ সম্পর্কে বড় তথ্য পেয়েছে প্রশাসন।

 ২৫ বছর আগে জেল ছাড়ার ঘটনা

২৫ বছর আগে জেল ছাড়ার ঘটনা

কাশ্মীরের জেলে নাশকতার সঙ্গে যুক্ত থাকা র জন্য বন্দি ছিল আজাজ। এমন অবস্থায় কয়েকদিন বাদে তাকে ছেড়েও দেওয়া হয়েছিল। এরপর সোজা ভারত থেকে বাংলাদেশের পথে পাকিস্তান পাড়ি দেয় আজাজ। ভারতীয় গোয়েন্দাদের খোঁজ শুরু হয় জঙ্গির উদ্দেশে।

 ২৫ বছর পর কোথায় মিলল সে?

২৫ বছর পর কোথায় মিলল সে?

২৫ বছর ধরে এই জঙ্গিকে খুঁজছিল ভারত। শেষে আফগানিস্তানে আজাজের খোঁজ পেয়ে যান ভারতীয় গোয়েন্দারা। কান্দাহারে তাকে আফগানিস্তানের প্রশাসন গ্রেফতার করেছে বলে খবর।

 আফগানিস্তান থেকে কোন নেটওয়ার্ক চালাত সে?

আফগানিস্তান থেকে কোন নেটওয়ার্ক চালাত সে?

জানা গিয়েছে, কয়েকদিন আগে আফগানিস্তানে সিখ ধর্মীয়স্থানে হামলা চালানোর ঘটনায় ধরা পড়ে আজাজ। জেরার মুখে পড়ে আজাজ জানায় ,আফগানিস্তানের বুক থেকে সে কাশ্মীরে আইএসাইএস মডিউল চালাত। এই তথ্য ভারতীয় গোয়েন্দাদের হাতে আসতেই তুমুল চাঞ্চল্য শুরু হয়।

পরিবারে আরও সদস্য জঙ্গি!

পরিবারে আরও সদস্য জঙ্গি!

আজাজের পরিবারে আরও একাধিক সদস্য জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। আজাজ ছাড়াও তার পরিবারে আব্দুল গনি দার লস্কর ই তৈবার হয়ে কাজ করত। সে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বসে ভারতে হামলার ছক কষে। আর এভাবেই আজাজের পরিবারে জঙ্গি শিবির কার্যকরী হয়।

প্রতীকী ছবি

স্যালারি অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ করতেই ইডির হাতে ধরা পড়ল কেন্দ্র সরকারের কেরাণীস্যালারি অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ করতেই ইডির হাতে ধরা পড়ল কেন্দ্র সরকারের কেরাণী

English summary
Kashmiri terrorist got away 25 yrs ago, caught Now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X