For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরি পণ্ডিতরা এবার নিশ্চিন্তে এবং শান্তিতে তাঁদের রাজ্যে থাকতে পারবেন,দাবি গিরিরাজ সিংয়ের

কাশ্মীরি পণ্ডিতরা এবার নিশ্চিন্তে এবং শান্তিতে তাঁদের রাজ্যে থাকতে পারবেন,দাবি গিরিরাজ সিংয়ের

Google Oneindia Bengali News

কাশ্মীরি পণ্ডিতরা এবার নিজের রাজ্যে িনজের জায়গায় ফিরে যান। শান্তিতে বসবাস করুন। এমনই চান বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। কাশ্মীরে যাতে পণ্ডিতরা ফিরে যেতে পারেন এমন পরিস্থিতি চান তিনি। কারণ অত্যন্ত নৃশংশভাবে একটা সময় কাশ্মীরে থেকে পণ্ডিতদের বিতাড়িত করা হয়েছিল। এমনই অভিযোগ করেছেন গিরিরাজ সিং।

কাশ্মীরি পণ্ডিতরা এবার নিশ্চিন্তে এবং শান্তিতে তাঁদের রাজ্যে থাকতে পারবেন,দাবি গিরিরাজ সিংয়ের

কাশ্মীরে ৩৭০ ধারা বািতলের পর সরব হয়েছিলেন বিরোধীরা। তখন থেকেই কাশ্মীর নিয়ে কংগ্রেেসর বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতারা। গিরিরাজ সিং অভিযোগ করেছেন নেহরু ভারতের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। আর জিন্না পাকিস্তানকে মুসলিম রাষ্ট্র করতে চেয়েছিলেন। এই দুই নেতার ইচ্ছে বলি হয়েছে অসংখ্য হিন্দু।

একটা সময়ে কাশ্মীর েথকে নৃশংস ভাবে বিতাড়িত করা হয়েছিল হিন্দু পণ্ডিতদের। তখন কংগ্রেস সরকার একটি কথাও বলেনি। কাশ্মীরের এক ইঞ্জিনিয়ারকে নৃশংসভাবে খুন করে তাঁর রক্তে ভাত মেখে খেতে বাধ্য করা হয়েছিল তাঁর স্ত্রীকে। এক কলামিস্টের উল্লেখ করা কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচারের ঘটনার কড়া নিন্দা করে গিরিরাজ সিং বলেছেন ৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীরে আবার পণ্ডিতরা তাঁদের হারানো অধিকার ফিরে পেয়েছেন। ডাল লেকে বেদ আর আজানের শব্দ একসঙ্গে শোনার যাক এটাই চায় মোদী সরকার এমনই দাবি করেছেন গিিররাজ সিং।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে ওয়াশিংটনের রাস্তায় আমেরিকার মহিলারামার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে ওয়াশিংটনের রাস্তায় আমেরিকার মহিলারা

English summary
Kashmiri Pandits now return to their places, says giriraj sing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X