For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ অগাস্টের আগে জগাখিচু়ড়ি ছিল কাশ্মীরে! বর্তমানে কোন পরিস্থিতি, জানালেন বিদেশমন্ত্রী

কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের আগে তা জগাখিচুরি অবস্থায় ছিল। এদিন এমনটাই মন্তব্য করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের আগে তা জগাখিচুরি অবস্থায় ছিল। এদিন এমনটাই মন্তব্য করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নিউ ইয়র্কে প্রশ্ন উত্তরের আসরে ভারতের বিদেশমন্ত্রী বলেন, বর্তমানে কাশ্মীরে অনেক নিষেধাজ্ঞাই তুলে নেওয়া হয়েছে। ল্যান্ডলাইন ফোনের পাশাপাশি অনেক মোবাইল টাওয়ার কাজ করছে। অর্থনৈতিক কাজকর্মও শুরু হয়েছে। বিদেশ মন্ত্রী জানিয়েছেন, এই নিষেধাজ্ঞাগুলি একেবারে প্রথম পর্যায়ে লাগু করা হয়েছিল মানুষের মৃত্যু ঠেকাতে।

৫ অগাস্টের আগে জগাখিচু়ড়ি ছিল কাশ্মীরে! বর্তমানে কোন পরিস্থিতি, জানালেন বিদেশমন্ত্রী

এদিন বিদেশমম্ত্রী যেখানে প্রশ্নের উত্তর দেন, সেখানে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিশ্বের অনেক নেতা রাষ্ট্র সংঘের সাধারণ পরিষদে জড়ো হয়েছিলেন।

জয়শঙ্কর বলেন, গত ৩০ বছরে কাশ্মীরে ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। শ্রীনগরের রাস্তায় পুলিশ অফিসারদের মারধরের ঘটনাও ঘটেছে। সাংবাদিক যাঁরা বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে, তাদেরও হত্যা কা হয়েছে। ইদে বাড়ি ফেরার সময় সেনাবাহিনীর জওয়ানদের অপহরণ করে খুন করা হয়েছে। ফলে ৫ অগাস্টের আগে কাশ্মীরে যা ছিল, তা একেবারেই জগাখিচুরির মতো। ৫ অগাস্ট থেকে কাশ্মীরে কঠিন সময় শুরু হয়নি। বরং কীভাবে তার মোকাবিলা করা যায়, সেই চেষ্টা শুরু করা হয়েছে। বলেছেন জয়শঙ্কর।

২০১৬ সালে জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পরবর্তী পরিস্থিতিও এদিন বর্ণনা করেছেন জয়শঙ্কর। বলেছেন মানুষের মৃত্যু ঠেকিয়েয় পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। তিনি বলেছেন, এটা আপেল তোলার সময়। যাতে চাষীরা কোনও খারাপ পরিস্থিতির শিকার না হন, তার জন্য চেষ্টা করা হচ্ছে।

তিনি ১৯৪৭ সাল এবং পরবর্তী সময়ের কথাও টেনে আনেন। বলেন, সংবিদানের অস্থায়ী অনুচ্ছেদের খসড়া তৈরি হয়েছিল। যাকে ৩৭০ বলা হত। সেই সময়ে যা ছিল ৩০৬এ-র অধীনে। গত ৭০ বছরে ৫৪ বার ধারা সংশোধন করা হয়েছে।

ভারতের অন্য অংশের মতো জম্মু ও কাশ্মীরে অর্থনৈতিক কার্যকলাপ চালানো যেত না। তাছাড়াও সেখানে চাকরির সুযোগ ছিল কম। মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী।

English summary
Kashmir was "in a mess" before the invoking of Article 370, says EAM S Jaishankar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X