For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণিঝড় মাহা-র প্রভাবে মরশুমের প্রথম তুষারপাত দেখল ভূস্বর্গ, বরফে ঢেখেছে হিমাচলও

ঘূর্ণিঝড় মাহা-র প্রভাবে মরশুমের প্রথম তুষারপাত দেখল ভূস্বর্গ, বরফে ঢেখেছে হিমাচলও

Google Oneindia Bengali News

ভূস্বর্গে শুরু হল মরশুমের প্রথম তুষারপাত। মঙ্গলবার রাত থেকেই এই তুষারপাত দেখছে উপত্য়কা। এদিন ভারী তুষারপাতের জেরে দেশের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়। যার জেরে থেমে যায় যানচলাচল। একইসঙ্গে ভারী তুষারপাতের জেরে এদিন সকাল থেকে শ্রীনগর বিমান বন্দরে কয়েকটি উড়ান বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি বিমান দেড়িতে উড়েছে বলেও খবর।

৪ ইঞ্চি পুরু বরফের আস্তরণ শ্রীনগরে

৪ ইঞ্চি পুরু বরফের আস্তরণ শ্রীনগরে

বুধবার রাত থেকেই শ্রীনগরে শুরু হয়েছে তুষারপাত। প্রায় ৪ ইঞ্চি পুরু বরফের আস্তরণ পরেছে শহরে। ব্যাপক তুষারপাতের জেরে কাশ্মীরের বেশ কিছু এলাকায় ইতমধ্যে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে। তুষারপাতে সাধারণ মানুষের কোনও অসুবাধা যাতে না হয়, তার জন্য স্থানীয় প্রশানের তরফে বেশ কয়েকটি এলাকায় চালু করা হয়েছে কন্ট্রোলরুম।

বন্ধ রাস্তা, ব্যাহত যান চলাচল

বন্ধ রাস্তা, ব্যাহত যান চলাচল

অতিরিক্ত তুষারপাত ও বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাটে যাতে কোনও রকম দুর্ঘটনা না ঘটে সেদিকে নজর রাখছে জম্মু ও কাশ্মীর সরকার। তবে অতিরিক্ত তুষারপাতের জন্য শ্রীনগর-জম্মু, লেহ-মানালি হাইওয়ে সহ বেশকিছু রাস্তার ব্যবহার বন্ধ রাখা হয়েছে। অতিরিক্ত তুষারপাতের জেরে বন্ধ হয়ে গিয়েছে মুঘল রোড। জম্মু এলাকার পুঞ্চ এবং রাজৌরি ও দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলাকে যুক্ত করে এই রাস্তা। এর জেরে অসুবিধায় পড়েছেন সেখানকার সাধারণ মানুষ।

সাইক্লোন মাহা-র প্রভাবে তুষারপাত

সাইক্লোন মাহা-র প্রভাবে তুষারপাত

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ৬ থেকে ৮ নভেম্বরে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভারী তুষারপাত হবে। সাইক্লোন মহা-র কারণে এই তুষারপাত বলেও জানানো হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে এই পরিস্থির মোকাবিলার জন্য ইতোমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জোরদার করা হয়েছে ব্যবস্থাপনা।

বরফে ঢেখেছে হিমাচল প্রদেশও

অন্যদিকে ভূস্বর্গের পাশাপাশি এদিন হিমাচল প্রদেশেও শুরু হয়েছে ভারী তুষারপাত। মানালির কাছে কুলু জেলের সোলাং নুরহায় এদিন সকাল থেকে ব্যপক তুষারপাত শুরু হয়েছে। পাশাপাশি চুরধারেও শুরু হয়েছে তুষারপাত। যার জেরে হিমাচলপ্রদেশে ব্যপক প্রভাব পড়েছে স্থানীয় জনজীবনে। তুষারপাতের জেরে সকাল থেকে বিপর্যস্ত পরিবহণ পরিষেবা।

<strong>আইএসআই-এর টার্গেটে রাজ্যপাল! পাকিস্তানের কে-টু প্ল্যান নিয়ে সতর্কতা</strong>আইএসআই-এর টার্গেটে রাজ্যপাল! পাকিস্তানের কে-টু প্ল্যান নিয়ে সতর্কতা

English summary
kashmir valley witnesses first snowfall of the season due to maha cyclone
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X