মরশুমের প্রথম তুষারপাত, সাদা বরফে ঢাকা পড়ল কাশ্মীর উপত্যকা, জারি কমলা সতর্কতা
যথাসময়ে দেশে শীতের আগমন হয়েছে। গোটা দেশেই অনুভূত হচ্ছে ঠান্ডার আমেজ। ঈতের চাদরে মুড়ে সেজে উঠেছে ভূস্বর্গ কাশ্মীর। আর এরই মধ্যে এই মরশুমের প্রথম তুষারপাত দেখল কাশ্মীরবাসী।

সমতলে তুষারপাত
সোমবার কাশ্মীরের বেশ কিছু সমতল অঞ্চলে তুষারপাত হয়েছে বলে জানা গিয়েছে। ভারী তুষারপাতের কারণে লাদাখের সঙ্গে কাশ্মীরকে সংযুক্ত করে শ্রীনগর-লেহ রাস্তা বন্ধ হয়ে যায়। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে হাল্কা থেকে ভারী তুষার সঙ্গে ভারী বৃষ্টি কাশ্মীরের বহু প্রত্যন্ত এলাকায় হয়েছে, এছাড়াও তুষারপাত দেখা দিয়েছে জম্মুর কিছু অঞ্চলে ও সোনমার্গ-ড্রাস এলাকায়।

কমলা সতর্কতা জারি
তবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জম্মু-কাশ্মীর ও শ্রীনগর-লে রাস্তার সোনমার্গ-জোজিলার উচ্চ এলাকায় ‘কমলা সতর্কতা' জারি করা হয়েছে। প্রশাসন ও স্থানীয়দের প্রস্তুত ও পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে। রবিবার রাতে ভারী তুষারপাতের কারণে উত্তর কাশ্মীরের গুলমার্গের জনপ্রিয় স্কাই-রিসর্ট চার ইঞ্চি করে পুরু সাদা বরফে ঢেকে গিয়েছে। অন্যদিকে দক্ষিণ কাশ্মীরের পহেলগাম রিসর্ট ঢাকা পড়েছে ১০ সেন্টিমিটার বরফে।

এখনও তুষারপাত হচ্ছে
আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন যে কাশ্মীর উপত্যকার সমতল এলাকায় হাল্কা তুষারপাত হয়েছে, যা মরশুমের প্রথম তুষারপাত। এখনও তুষারপাত হচ্ছে, বিশেষ করে উঁচু এলাকাগুলিতে। তিনি জানান শেষ খবর অনুযায়ী আবহাওয়া একই রকমের রয়েছে। গুলমার্গের পিরপঞ্জল এলাকা, রামবান-বানিহাল, সোপিয়ান, পুঞ্চ-রাজৌরি এবং জোজিলাতে ভালো তুষারপাত/বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৪-২৫ নভেম্বরের মধ্যে।

বন্ধ শ্রীনগর–লেহ রাস্তা
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে উপত্যকার অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতও হয়েছে। নতুন করে তুষারপাত হওয়ার কারণে শ্রীনগর-লেহ ও মুঘল রোড বন্ধ রাখতে বাধ্য হয়েছে প্রশাসন। উপত্যকার সঙ্গে জম্মু প্রদেশকে সংযুক্ত বিকল্প রাস্তা ব্যবহারের জন্য বলা হয়েছে। শ্রীনগর-জম্মু ন্যাশনাল হাইওয়েতে যানজটের সৃষ্টি হয়েছে কারণ জওহর টানেলে বরফ জমে আছে এবং হাইওয়ে সহ বহু এলাকায় বৃষ্টি হয়েছে।

ধেয়ে আসছে জোড়া ঘূর্ণিপাক! দুই সাগরে দুই সাইক্লোনের দাপটে থরহরিকম্প উপকূলে