For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কাশ্মীর চিরকাল লাদাখকে সৎ মায়ের মতো দেখেছে', দাবি ভূমিপুত্র সাংসদের

যখন থেকে ঘোষণা হয়েছে যে লাদাখ এবার থেকে আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে ঘোষিত হতে চলেছে, তখন থেকে উচ্ছ্বাসে উৎসবে ফেটে পড়েছে এই এলাকা।

  • |
Google Oneindia Bengali News

যখন থেকে ঘোষণা হয়েছে যে লাদাখ এবার থেকে আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে ঘোষিত হতে চলেছে, তখন থেকে উচ্ছ্বাসে উৎসবে ফেটে পড়েছে এই এলাকা। রাস্তায় নেমে এদিন লাদাখের বহু বিজেপি সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। অন্যদিকে, দিল্লির মাটিতে দাঁড়িয়ে লাদাখের বিজেপি সাংসদ জেমিয়াং নামগিয়ালও নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি।

কাশ্মীর চিরকাল লাদাখকে সৎ মায়ের মতো দেখেছে, দাবি লাদাখের সাংসদের

লাদাখের বিজেপি সাংসদ নামগিয়াল জানিয়েছেন, 'আমি লাদাখবাসীর তরফে এই বিলকে স্বাগত জানাচ্ছি। সেখানের মানুষ এলাকাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবেই দেখতে চেয়েছিল। লাদাখের মানুষ বরাবর চেয়েছিল কাশ্মীরীদের দাপট থেকে মুক্তি, আর সেটাই হচ্ছে। ' তাঁর দাবি, কেন্দ্রের এই সিদ্ধান্ত লাদাখের উন্নতিতে কাজে লাগবে। লাদাখের মানুষ কেন্দ্রের সঙ্গে থাকতে চেয়েছে চিরকালই , বলে এদিন সংসদের বাইরে দাবি করেন নামগিয়াল।

এদিন নামগিয়াল দাবি করেন, ' কাশ্মীর চিরকালই লাদাখকে সৎ-মায়ের চোখে দেখেছে ।চিরকালই কাশ্মীরের রাজনৈতিক দলগুলি লাদাখকে আলাদা নজরে দেখে এসেছে।' তিনি দাবি করেন মোদী সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তে খুশি গোটা লাদাখ।

English summary
Kashmir treated us like step mother says Ladakh BJP leader
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X