For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে রুদ্ধশ্বাস পরিস্থিতিতে সরকারী আমলাদের হাতে কী তুলে দেওয়া হল! ভূস্বর্গ তপ্ত

গত সপ্তাহ থেকে ক্রমেই তপ্ত হতে শুরু করে ভূস্বর্গ কাশ্মীর। আর তা সপ্তাহ শেষে যেন আগ্নেয়গিরির সামিল হয়ে যায়। একের পর এক ঘটনা ক্রমেই থমথমে পরিস্থিতিতে ফেলে দিয়েছে কাশ্মীরকে।

  • |
Google Oneindia Bengali News

গত সপ্তাহ থেকে ক্রমেই তপ্ত হতে শুরু করে ভূস্বর্গ কাশ্মীর। আর তা সপ্তাহ শেষে যেন আগ্নেয়গিরির সামিল হয়ে যায়। একের পর এক ঘটনা ক্রমেই থমথমে পরিস্থিতিতে ফেলে দিয়েছে কাশ্মীরকে। গোটা উপত্যকা জুড়ে এই মুহূর্তে বন্ধ ইন্টারনেট পরিষেবা। বন্ধ মোবাইলে যোগাাযোগও। এমন পরিস্থিতিতে সরকারী আমলারা যোগাযোগ রাখছেন কিভাবে দেখা নেওয়া যাক।

 মোবাইল বন্ধ আমলাদের হাতে কী তুলে দিল সরকার

মোবাইল বন্ধ আমলাদের হাতে কী তুলে দিল সরকার


মোবাইল পরিষেবা, ও ইন্টারনেট যখন বন্ধ, তখন কাশ্মীরের উচ্চপদস্থ আমলাদের হাতে যোগাযোগ স্থাপনের জন্য তুলে দেওয়া হল স্যাটেলাইট ফোন। স্যাটেলাইট ফোনের মাধ্যমে এখন যোগাযোগ রাখছেন কাশ্মীরের আমলারা।

 কী ঘটেছে জম্মু ও কাশ্মীরে!

কী ঘটেছে জম্মু ও কাশ্মীরে!

১৪৪ ধারা ইতিমধ্যেই কাশ্মীরে জারি হয়ে গিয়েছে। গোটা ভূস্বর্গ জুড়ে এখন থমথমে পরিস্থিতি। ইতিমধ্যে দফায় দফায় সেখানে পৌঁছে গিয়েছে বাড়তি ৩৮ হাজার সেনা। এমন এক পরিস্থিতিতে, শ্রীনগর- দিল্লির যোগাযোগ চলছে স্যাটেলাইটের মাধ্যমে।

অমরনাথ যাত্রা স্থগিত ও তার পরবর্তী ঘটনা

অমরনাথ যাত্রা স্থগিত ও তার পরবর্তী ঘটনা

এমন এক পরিস্থিতিতে কয়েকদিন আগে এথকেই সমস্ত পর্যটকদের সরিয়ে আনা হয় কাশ্মীর থেকে। বন্ধ করা হয় অমরনাথ যাত্রা। ক্রিকেটার ইরফান পাঠান ছিলেন , কাশ্মীরে , সেখান থেকেও তাঁকে সরিয়ে আনা হয়। এর আগে কাশ্মীরে অজিত ডোভাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সফরের পরই কাশ্মীর ঘিরে এই সমস্ত পদক্ষেপ উঠে আসে।

English summary
Kashmir remained on the edge on Sunday as authorities stepped up security deployment at vital installations and sensitive areas amid heightened terror threat and flare up of hostilities with Pakistan along the Line of Control (LoC).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X