For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের জঙ্গি নিশানায় কাশ্মীর, সেনা-পুলিশের যৌথ অভিযানে হামলা! গুরুতর জখম ১ পুলিশ কর্মী

ফের জঙ্গি নিশানায় কাশ্মীর, সেনা-পুলিশের যৌথ অভিযানে হামলা! গুরুতর জখম ১ পুলিশ কর্মী

  • |
Google Oneindia Bengali News

গোয়েন্দাদের অনুমান সত্যি করে ফের জঙ্গি হামলা কাশ্মীরে। ফের নিশানায় পুলিশ। সূত্রের খবর, রবিবার সকালে কাশ্মীর পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে একদল জঙ্গি৷ তাতে গুরুতর ভাবে জখম হয়েছেন এক পুলিশ কর্মী৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্য কাশ্মীরের শ্রীনগরের (Srinagar) খানওয়ার জেলায়। বর্তমানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

ফের জঙ্গি নিশানায় কাশ্মীর, সেনা-পুলিশের যৌথ অভিযানে হামলা! গুরুতর জখম ১ পুলিশ কর্মী

এদিকে নিয়ন্ত্রণ রেখা(LOC) বরাবর সন্ত্রাসীদের সন্দেহজনক উপস্থিতির কথা গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। এমনকী বারেবারে মিলছিল এই সংক্রান্ত গোয়েন্দা ইনপুটও। এদিকে রবিবার সকালেই রবিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার একাধিক পার্বত্য এলাকায় খানা তল্লাশি শুরু করে পুলিশ ও সেনা। অন্যদিকে খানা তল্লাশি চলছিল শ্রীনগরের (Srinagar) খানওয়ার জেলাতেও।

জম্মু-কাশ্মীরের পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে আচমকাই তাদের উপর হামলা চালায় জঙ্গিরা৷ তাতে গুরুতর জখম হয়েছেন আরশিদ আহমেদ নামে এক পুলিশ কর্মী৷ চিকিৎসার জন্য তাঁকে বর্তমানে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই হামলার পিছনে কোন জঙ্গি সংগঠনের হাত রয়েছে তা এখনও পরিষ্কার হয়নি। কেউই এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। অন্যদিকে গত কয়েক মাস ধরেই নিয়ন্ত্রণরেখার একাধিক এলাকায় পাক মদতপুষ্ট লষ্কর ও জইশ জঙ্গিদের আনাগোনা লক্ষ্য করা গিয়েছে।

ওয়াকিবহাল মহলের মতে রবিবারের হামলার পিছনেও হাত রয়েছে লষ্কর-ই-তৈবা বা জইশ-ই-মহম্মদের। অন্যদিকে রাজৌরি জেলার জেলায় পুলিশ ও সেনার যৌথ অভিযান চললেও এখনও সেখানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কর্মকর্তাদের মতে, পুলিশ ও সেনাবাহিনী রবিবার ভোরে মঞ্জাকোটের বারোটে গলির বন এলাকা এবং থানামান্দির কিছু অংশে যৌথ অভিযান শুরু করেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও জঙ্গিরই দেখা মেলেনি ওই এলাকায়।

English summary
Militant attacks targets Kashmir, attack in army-police joint operation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X