For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর উপত্যকায় করোনা দংশনের মাঝে জঙ্গি শিবির ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি! কী ঘটছে

  • |
Google Oneindia Bengali News

করোনার প্রবল দংশনে গোটা দেশ। কাশ্মীর উপত্যকায় এর মাঝেই প্রবল জঙ্গি তৎপরতা দেখা যাচ্ছে। এই আতঙ্কের মাঝেই উপত্যকায় কীভাবে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে যাচ্ছে, তা ঘিরে কিছু তথ্য।

 হুহু করে বাড়ছে জঙ্গি শিবিরে যোগদান

হুহু করে বাড়ছে জঙ্গি শিবিরে যোগদান

হুহু করে বাড়ছে জঙ্গি শিবিরে যোগদান। একের পর এক কুখ্যাত জঙ্গি শিবিরে ক্রমাগত হামলা করে ভারতীয় সেনা। বহু জঙ্গি শিবিরের কমান্ডারকে হত্যা করে জঙ্গিরা। এমন পরিস্থিতিতে ফের কাশ্মীরের স্থানীয়রা বিশাল সংখ্যায় যোগ দিচ্ছে জঙ্গি শিবিরে।

পরিসংখ্যান কী বলছে?

পরিসংখ্যান কী বলছে?

পরিসংখ্যানে দেখা গিয়েছে , গত ৭ এপ্রিল পর্যন্ত কাশ্মীরে ৬ জন করে যুবক জঙ্গি শিবিরে যোগদান করেছে। তবে,৭ এপ্রিলের পর জঙ্গি শিবিরে যোগদানের হিড়িক বাড়তে থাকে। কাশ্মীরে ৪৩ জন করে যুবক যোগ দিচ্ছেন জঙ্গি শিবিরে।

 ৭ এপ্রিলের পর থেকে জঙ্গি নিধন বেড়েছে

৭ এপ্রিলের পর থেকে জঙ্গি নিধন বেড়েছে

দেখা যাচ্ছে কাশ্মীরে জঙ্গি নিধন যত বাড়ছে, ততই জঙ্গি শিবিরে যোগ দেওয়ার হিড়িকও স্থানীয় যুবকদের মধ্যে বাড়ছে। এমন পরিস্থিতিতে ৭ এপ্রিল পর্যন্ত কাশ্মীরে ৪১ জন জঙ্গি নিধন হয়েছে। তারপর ৮ জুন পর্যন্ত এই সংখ্যা ৯৩ জনে গিয়ে দাঁড়ায়।

৭০ এর বেশি জঙ্গি হত্যা

৭০ এর বেশি জঙ্গি হত্যা

চলতি বছরে এখনও পর্যন্ত ৭০ এর বেশি জঙ্গি হত্যা হয়েছে উপত্যকায়। কিন্তু তাতেও দমেনি উপত্যকার সন্ত্রাসবাদ। সেখানে হিজবুল নেতৃত্ব ক্রমাগত জঙ্গি নিয়োগ চালাচ্ছে। আর তাতে যে কাশ্মীরের যুব সমাজ খুব একটা ত্রস্ত তা নয়। বহু জায়গাতেই জঙ্গিদের দেহ নিয়ে যেতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন মানুষ।

English summary
Kashmir situation, Big rise in local terror recruitment in valley amid Corona crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X