For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৮ বছর ধরে সেনার চোখে কীভাবে ধুলো দিয়েছে 'অঙ্কের শিক্ষক' জঙ্গি রিয়াজ! এই প্রযুক্তিবিদকে ঘিরে চাঞ্চল্য

৮ বছর ধরে সেনার চোখে কীভাবে ধুলো দিয়েছে 'অঙ্কের শিক্ষক' জঙ্গি রিয়াজ! এই প্রযুক্তিবিদকে ঘিরে চাঞ্চল্য

  • |
Google Oneindia Bengali News

স্বপ্নসুন্দর কাশ্মীর উপত্যকা। আর সেখানে পাহাড়ের ঢাল বেয়ে আসছে একদল মানুষ। চারিদিকে পুলিশি নিরাপত্তা। এই মানুষজন ভিড় করেছেন দাগী জঙ্গি শারিক আহমেদ ভাটের মৃতদেহ নিয়ে। সেদিন শরিকের অন্ত্যেষ্টি যাত্রা ছিল। আচমকা সেই ভিড় করা মানুষদের মধঅযে থেকে শূন্যে গুলি চলে। যে দুলি কুখ্যাত জঙ্গির 'সম্মান'এর উদ্দেশে ছুঁড়েছিল এক অল্পবয়সী যুবক। সেই যুবকই পরবর্তীকালে রিয়াজ নাইকু নামে উপত্যকার ত্রাস হয়ে ওঠে। ২০১৬ সালে জঙ্গি সংগঠন হিজবুলের কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর এই রিয়াজ নেয় সংগঠনের দায়িত্ব। যাকে আজ রুদ্ধশ্বাস লড়াইতে নিকেশ করেছে সেনা। যার জীবনের বিভিন্ন ঘটনা হাড়হিম করতে বাধ্য!

 গোয়েন্দাদের নজর

গোয়েন্দাদের নজর

২০১৬ সালে মৃত জঙ্গি শরিক আহমেদ ভাটের সৎকারের দিন থেকেই গোয়েন্দাদের নজর পড়ে রিয়াজের ওপর। সেদিন হাতে কালশনিকভ বন্দুক ধরে শূন্যে গুলি চালাতে চালাতে ভাটের সৎকারের জমায়েতকে এগিয়ে নিয়ে যাচ্ছিল রিয়াজ। এরপর বহুবার তাকে বহু জঙ্গির সৎকারে দেখতে পাওয়া গেলেও , সেছিল সেনার 'অধরা'!

 রিয়াজের প্রেমিকাকে 'ট্র্যাক' করেন গেয়েন্দারা!

রিয়াজের প্রেমিকাকে 'ট্র্যাক' করেন গেয়েন্দারা!

দিনে দিনে কাশ্মীরে রিয়াজ যখন ক্রমেই আস্ফালন বাড়িয়েছে,তখন তাঁর বান্ধবীদের দিকে নজর দিতে শুরু করেন গোয়েন্দারা। প্রেমের সম্পর্কের জাল ধরে যদি রিয়াজকে পাওয়া যায়, তার চেষ্টায় কোনও কসরৎ ছাড়েনি ভারতীয় গোয়েন্দা সংস্থা। একবার প্রেমের ফাঁদে পড়ে রিয়াজ ধরা দেবে বলেও জানিয়ে দেয়। তবে শেষ পর্যন্ত সেনার চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সে।

অঙ্কের শিক্ষক পরিচিতি

অঙ্কের শিক্ষক পরিচিতি

কাশ্মীরে রিয়াজ নিজের যৌবন সন্ত্রাসের হাত ধরে শুরু করেনি। ২০১২ সালের আগে সে এলাকায় অঙ্কের শিক্ষক হিসাবে একটি পরিচিত মুখ ছিল। স্থানীয় একটি স্কুলে সে অঙ্ক পড়াত। এরপরই মোড় ঘোরে জীবনের। আর চেনা রিয়াজ সকলের অজান্তেই নিখোঁজ হয়। যখন খোঁজ আসে, তখন রিয়াজ দাগী জঙ্গি।

 অবন্তীপোরার প্রযুক্তিবিদ

অবন্তীপোরার প্রযুক্তিবিদ

হিজবুলের কাশ্মীর শাখার দায়িত্ব নেওয়ার আগে অবন্তীপোরার প্রযুক্তিবিদ হিসাবে পরিচিতি ছিল রিয়াজের। সোশ্যাল মিডিয়ায় বুক চিতিয়ে নিজের বার্তাও দিয়েছে সে। তবে যতবারই পুলিশ বা গোয়েন্দারা তাকে ধরতে যায় ততবারই চোখে ধুলো দিয়ে পালিয়েছে সে।

 ৩৫ এর যুবক..

৩৫ এর যুবক..

বছর ৩৫ এর যুবক রিয়াজ একাধিক হত্যাকাণ্ডের দোষী ছিলেন। এককালে যে হাত ব্যস্ত থাকত অঙ্ক কষতে পরবর্তীকালে সেই হাতই খুন করেছে বহু কাশ্মীরিকে। হিজবুলের পুরনো জঙ্গিদের মধ্যে একমাত্র রিয়াজই উপত্যকায় বেঁচে ছিল। যাকে আজ নিকেশ করেছে সেনা।

কাশ্মীরের হিজবুল কমান্ডারকে রুদ্ধশ্বাস সাঁড়াশি আক্রমণ সেনার! শেষে ঘটল কোন পরিণতিকাশ্মীরের হিজবুল কমান্ডারকে রুদ্ধশ্বাস সাঁড়াশি আক্রমণ সেনার! শেষে ঘটল কোন পরিণতি

English summary
Kashmir's Hizbul comamnder Riyaz Naikoo death, details of the terrrorist is here
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X