For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক অধিকৃত কাশ্মীর বলছে ‘গো-ব্যাক’ ইমরান, কাশ্মীরের রাজ্যপাল ছাড়লেন হুঙ্কার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভের মুখে পড়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খান। আর এরপরই ইমরান খানকে একহাত নিলেন কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক।

Google Oneindia Bengali News

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভের মুখে পড়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খান। আর এরপরই ইমরান খানকে একহাত নিলেন কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি বলেন, এই তো সবে শুরু, আরও বড় কিছু হবে এবার। ওখানকার পরিস্থিতি এতটাই খারাপ যে, পাক অধিকৃত কাস্মীর থেকে দলে দলে মানুষ এই কাশ্মীরে চলে আসবে।

‘গো-ব্যাক’ ইমরানের পর পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বার্তা সত্যপাল

তিনি বলেন, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন পাক অধিকৃত কাশ্মীরের মানুষ আর পাকিস্তানের সঙ্গে থাকতে চাইবে না। শনিবার জম্মুতে ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে এসে পাকিস্তানকে কার্যত হুঁশিয়ারি দেন। তিনি রাজ্যপাল হিসেবে কাশ্মীরের যে প্রভূত উন্নয়নমূলক কাজ করেছেন তাও তুলে ধরেন।

সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরে এসে গো ব্যাক স্লোগানের মুখে পড়েন ইমরান খান। নিজের দেশেই অস্বস্তির মুখে পড়ার পাশাপাশি পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী এজাজ আহমেদ নিজের দেশেরই সমালোচনা করেন। তিনি বলেন, তিনি বলেন, পাকিস্তান আন্তর্জাতিক মহলে ধাক্কা খেয়েছে, তার জন্য দায়ী দেশের ভাবমূর্তি। পাকিস্তানকে আত্মমন্থন করা উচিত বলে তিনি মনে করেন।

একদিন আগেই পাক অধিকৃত কাশ্মীরের দাঁড়িয়ে উসকানিমূলক মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সরাসরি ভারতের দিকে আঙুল তুলে জিহাদের ডাক দেন তিনি। জম্মু-কাশ্মীরের মানুষকে উস্কানি দিয়ে তাঁর বক্তব্য, এবার বন্দুক হাতে তুলে নেওয়ার সময় এসেছে। কারণ কাশ্মীরের সঙ্গে মানবিক বিচার করেননি ভারতের প্রধানমন্ত্রী। সে কারণেই ৪০ দিন ধরে থমকে রয়েছে কাশ্মীর।

তারপরই কাশ্মীরের রাজ্যপাল ইমরান খান তথা পাকিস্তানকে স্পষ্ট বার্তা দেন। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারত কী ভাবছে তাও জানিয়ে দেন তিনি। এর আগে মোদী সরকারের মন্ত্রী জিতেন্দ্র সিং হুঁশিয়ারি দিয়েছিলেন, কাশ্মীরে ৩৭০ ধারা বিলুপ্ত করার পর ভারতের লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীর।

English summary
Kashmir’s governor throws challenge to Imran Khan about Pak occupied Kashmir. He says peoples of their will come in Kashmir now.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X