For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Encounter-এ ২০২২ সালে কতজন জঙ্গিকে খতম হয়েছে! টুইট করে জানাল কাশ্মীর পুলিশ

সন্ত্রাসবাদের বিরুদ্ধে জম্মু-কাশ্মীরে বিশেষ অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী! ২০২২ সালে মোট ৯৩টি সফল এনকাউন্টার (Encounter) হয়েছে বলে জানিয়েছেন কাশ্মীরের এডিজিপি। আর এই বিশেষ অভিযানে মোট ১৭২ জন জঙ্গিকে খতম করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

Terrorists Killed In Kashmir: সন্ত্রাসবাদের বিরুদ্ধে জম্মু-কাশ্মীরে বিশেষ অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী! ২০২২ সালে মোট ৯৩টি সফল এনকাউন্টার (Encounter) হয়েছে বলে জানিয়েছেন কাশ্মীরের এডিজিপি। আর এই বিশেষ অভিযানে মোট ১৭২ জন জঙ্গিকে খতম করা হয়েছে। যার মধ্যে ৪২ জন পাকিস্তানী জঙ্গি রয়েছে বলেও জানা গিয়েছে।

 ২০২২ সালে কতজন জঙ্গিকে খতম হয়েছে!

এই বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইট করেছেন কাশ্মীরের এডিজিপি।

টুইটে পুলিশ কর্তার দাবি, খতম করা জঙ্গিদের মধ্যে লস্কর-ই-তৈবা এবং TRF-এর সর্বোচ্চ ১০৮ জন জঙ্গিকে খতম করা হয়েছে। শুধু তাই নয়, জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের ৩৫ জন, এসএমকে ২২, বদরের ৪ জঙ্গি ও এজিইউএইচ সংগঠনের ৩ জঙ্গিকে খতম করা হয়েছে বলে খবর। পাশাপাশি পুলিশের আরও দাবি, গত বছরের তুলনায় জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার সংখ্যা অনেক কমেছে। প্রায় ৩৭ শতাংশ কমে গিয়েছে বলে দাবি কাশ্মীর পুলিশের।

গত কয়েকমাস ধরে লাগাতার সাধারণ মানুষকে টার্গেট করে আসছিল জঙ্গি সংগঠনগুলি। কাশ্মীরি পন্ডিত থেকে শুরু করে জঙ্গিদের টার্গেট বারবার ভিন রাজ্যের শ্রমিকদের করা হচ্ছিল। রীতিমত একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্চিল উপত্যকা জুড়ে। এই অবস্থায় কড়া হাতে বিষয়টি দমন করে কাশ্মীর পুলিশ।

সে রাজ্যের পুলিশের এডিজিপি জানান, এ বছর ৭৪ জন জঙ্গি লস্করে যোগ দিয়েছে। যার মধ্যে ৬৫ জনকেই খতম করা হয়েছে বলে জানানো হয়েছে। বাকি ১৭ জন জঙ্গিকে হাতেনাতে ধরা হয়েছে বলেও জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত ১৮ জন জঙ্গি এখনও সক্রিয় বলে জানানো হয়েছে কাশ্মির পুলিশের তরফে।

এই বছর কাশ্মীর জোনে বিভিন্ন জঙ্গি এনকাউন্টার এবং মডিউল পুলিশের জালে পড়েছে! আর তাদের কাছ থেকে 360টির বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। যার মধ্যে একাধিক অত্যাধুনিক অস্ত্র রয়েছে বলেও জানানো হয়েছে। এমনকি আইইডি, গ্রেনেডের মতো বিস্ফোরকও পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে জানানো হয়েছে।

বলে রাখা প্রয়োজন, কাশ্মীর নিয়ে গত কয়েক দফাতে একাধিক বৈঠক সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি নিজে উপত্যকায় গিয়েছেন। সে রাজ্যের তদন্তকারীদের সঙ্গে বৈঠক করেছেন। কীভাবে উপত্যকায়ু শান্তি ফেরানো যায় সেটাই ছিল মূল লক্ষ্য।

শাহকে এই বিষয়ে যদিও সবরকম ভাবে সাহায্য করেছেন কেন্দ্রীয় জাতীয় নিরাপত্তা আধিকারিক অজিত দোভাল। তবে বিজেপির দাবি, সে রাজ্যে শান্তি ফিরে এসেছে। জঙ্গি কার্যকলাপ অনেক কমেছে। যদিও তা মানতে নারাজ বিরোধী দলগুলি।

English summary
Kashmir police report says 172 terrorists killed by security forces in 92 encounters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X