For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভারতের অংশ নয় কাশ্মীর', চিনে তৈরি 'গ্লোব' দেদার বিকোচ্ছে কেরলে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কোচি, ৮ অক্টোবর : কথায় বলে চিনা জিনিসের কোনও ভরসা নেই। এই নিয়ে বাজারে প্রচুর হাসিঠাট্টা বা জোকসও চালু রয়েছে। তবে চিনের জিনিস যে এভাবে ভারতের ভৌগলিক সীমানা নিয়ে অপব্যাখ্যা করবে তা কে জানত! [ভারতের মানচিত্র ভুল প্রদর্শন করলে হতে পারে ৭ বছরের জেল, সঙ্গে ১০০ কোটি জরিমানা]

সম্প্রতি কেরলের মালাপ্পুরম জেলার ইড়াক্কাড়া পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের হয়েছে। সেখানে অভিযোগ, ছাত্রদের কাছে যে গ্লোব বা মানচিত্র বিক্রি করা হচ্ছে তাতে কাশ্মীরকে ভারতের অংশ হিসাবে দেখানোই হয়নি। [চিন ব্রহ্মপুত্রের জল আটকালে সমস্যায় পড়তে পারে ভারত!]

'ভারতের অংশ নয় কাশ্মীর', চিনা 'গ্লোব' দেদার বিক্রি কেরলে

বিজেপির যুব মোর্চার তরফে এই অভিযোগ দায়ের হয়েছে। বলা হচ্ছে, এই গ্লোবগুলি চিনে তৈরি। তবে প্রস্তুতকারী সংস্থার কোনও নাম অভিযোগ পত্রে উল্লেখ করা নেই। বিজেপির যুব মোর্চার বক্তব্য, এই ধরনের গ্লোব দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। কেরলে তা চোখে পড়তেই অন্য রাজ্যে তাদের নেতৃত্বকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। [দক্ষিণ চিন সাগর নিয়ে এত লড়াই কেন? কী এর প্রেক্ষাপট, জেনে নিন]

কেরলের বাজারে যে গ্লোবগুলি কিনে এনেছে ছাত্ররা তাতে কাশ্মীরকে ভারতের অংশ হিসাবে দেখানো হয়নি। এটা দেখার পরই অনেকে তাদের অভিভাবকে বিষয়টি দেখান। অনেক অভিভাবক বাচ্চাকে পড়াতে গিয়ে নিজেরা এমন বিষয় লক্ষ্য করেন। [যৌনকর্মীর সঙ্গে যৌন মিলনের সময়ে মৃত বৃদ্ধ, দেহ আটকে একে অপরের সঙ্গে]

এরপরই বিষয়টি পুলিশে জানানো হয়। মালাপ্পুরমের বিভিন্ন দোকানে এই গ্লোব দেদার ছাত্রদের মধ্যে বিক্রি হচ্ছে বলে জানতে পারে পুলিশ। গ্লোবে দেখানো হয়েছে, কাশ্মীরের একটা অংশ ভারতের এবং একটা অংশ চিনের।

কেরল বেশ কিছুদিন ধরেই গোয়েন্দাদের হাই অ্যালার্টে রয়েছে। এই রাজ্য থেকে ২১জন যুবক পালিয়ে গিয়ে সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএসে যোগ দিয়েছে বলে গোয়েন্দারা জেনেছেন। ফলে দেশ বিরোধী কোনও শক্তিই এই গ্লোবের পিছনে রয়েছে মনে করে তদন্তে নেমেছে পুলিশ।

English summary
Kashmir not part of India on these globes sold in Kerala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X