For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌কাশ্মীর এখন কঠিন, এবার তাই নজর অন্যদিকে দিয়েছে পাকিস্তানের দুর্ধর্ষ জঙ্গিরা

‌কাশ্মীর এখন কঠিন, এবার তাই নজর অন্যদিকে দিয়েছে পাকিস্তানের দুর্ধর্ষ জঙ্গিরা

Google Oneindia Bengali News

কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ কঠিন হয়ে উঠেছে। পাকিস্তানি জঙ্গিরা একের পর এক হামলার পরিকল্পনা চালিয়েও তাতে সাফল্য পায়নি। একের পর এক শীর্ষ জঙ্গি নেতা খতম হয়ে চলেছে কাশ্মীরে। পরিস্থিতি বিবেচনা করে কাশ্মীর থেকে নজর সরিয়ে এবার আফগানিস্তানের দিকে নজর দিয়েছে পাকিস্তানের লস্কর এবং জঈশ জঙ্গিরা।

কাশ্মীরে জঙ্গিরা কাবু

কাশ্মীরে জঙ্গিরা কাবু

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকে সেনাবাহিনীর কড়াকড়িতে তেমন জঙ্গি কার্যকলাপ করে উঠতে পারেনি পাকিস্তানের লস্কর এবং জঈশ জঙ্গিরা। একের পর এক পরাজয় স্বীকার করতে হয়েছে। একের পর এক নিকেশ হয়েছে জঈশ এবং লস্করের শীর্ষ জঙ্গিরা। নাশকতার ছক একের পর এক বানচাল হয়ে চলেছে।

আফগানিস্তানে নজর

আফগানিস্তানে নজর

কাশ্মীরে আপাতত দাঁত ফোটানো কঠিন বুঝতে পেরে পাকিস্তানের শীর্ষ জঙ্গি সংগঠনগুলি এবার নজর দিয়েছে আফগানিস্তানের দিকে। মিশন কাবুল অভিযান শুরু করেছে তারা। তালিবানদের সঙ্গে শান্তি চুক্তির পর তালিবানি সন্ত্রাস সেখানে থমকে গিয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে এবার আফগানিস্তানে নাশকতা ছড়াতে চাইছে লস্কর-ই-তৈবা এবং জঈশ-এ-মহম্মদের মতো জঙ্গি সংগঠন।

আফগানিস্তানে ঘাঁটি গড়ছে জঙ্গিরা

আফগানিস্তানে ঘাঁটি গড়ছে জঙ্গিরা

সূত্রের খবর প্রায় ১০০০ লস্কর জঙ্গি ২০০ জঈশ জঙ্গি আফগানিস্তানে ঘাঁটি গেড়েছে। পাক গুপ্তচর সংস্থার এক আধিকারিক বিলাল এবং জারকোয়াই জঙ্গিদের আফগানিস্তানের দঙ্গম জেলায় ঘাঁটি গাড়তে সাহায্য করেছে। তালিবান কমান্ডার মৌলা নায়েক এই জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে।

দিল্লিকে সতর্ক করল কাবুল

দিল্লিকে সতর্ক করল কাবুল

আফগানিস্তানের কাউন্টার টেরোরিজম অফিসাররা এই নিয়ে দিল্লিকে সতর্ক করেছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এই কাজে মদত দিচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে গতকালই কাশ্মীরে শীর্ষ জঈশ কমান্ডারকে হত্যার পর অনেকটাই থমকে গিয়েছে জঙ্গিদের কার্যকলাপ।

পুলওয়ামার স্মৃতি ফিরিয়ে আনতে হামলার ছক কষছে জইশ! কাশ্মীরে তৎপর সেনা ও গোয়েন্দারাপুলওয়ামার স্মৃতি ফিরিয়ে আনতে হামলার ছক কষছে জইশ! কাশ্মীরে তৎপর সেনা ও গোয়েন্দারা

English summary
Kashmir is difficult now jaish and Laskar operatives now look for other places
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X