For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জমে বরফ ডাল লেক, তিন দশক পর জব্বর ঠান্ডায় কাঁপছে শ্রীনগর

তিন দশক পরে শ্রীনগর অনুভব করেছে ব্যাপক ঠান্ডা।

  • |
Google Oneindia Bengali News

গোটা উত্তর ভারত কাঁপছে ঠান্ডায়। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশে ঠান্ডায় হাড় কাঁপার জোগাড় হয়েছে। তার মধ্যে আর ভূস্বর্গ বাদ যায় কেন? তিন দশক পরে শ্রীনগর অনুভব করেছে ব্যাপক ঠান্ডা। তাপমাত্রা নামল মাইনাসের নিচে। গোটা কাশ্মীর উপত্যকা ঠান্ডায় কাঁপছে বর্ষবরণের আগে। ২৮ বছর পর শ্রীনগরের তাপমাত্রা ছুঁয়েছে মাইনাস ৭ ডিগ্রি। জমে গিয়েছে জনপ্রিয় ডাল লেক।

জমে বরফ ডাল লেক, তিন দশক পর জব্বর ঠান্ডায় কাঁপছে শ্রীনগর

স্থানীয় মানুষরা জমজমাট ঠান্ডা উপভোগ করছেন। কল থেকে জল পড়ছে না। পুরোটাই বরফ হয়ে গিয়েছে। সারা দিন পাইপের বরফ গলছে না। চারিদিক যেন জমাট বেঁধে গিয়েছে। শ্রীনগরের লাল বাজার এলাকার বাসিন্দারা জলের জন্য হাহাকার করছেন।

যাঁরা গাড়ি চালিয়ে বাইরে যাওয়ার কথা ভেবেছেন, তাঁরাও ব্যর্থ হয়েছেন। কারণ গাড়ির ইঞ্জিনও ঠান্ডায় জমে গিয়েছে। বরফ জমে গিয়েছে গাড়ির ওপরে, রাস্তাঘাটে। ডাল লেক এখন পুরোপুরি জমে গিয়েছে।

জমে বরফ ডাল লেক, তিন দশক পর জব্বর ঠান্ডায় কাঁপছে শ্রীনগর

শ্রীনগরের তাপমাত্রা বৃহস্পতিবার ছিল মাইনাস ৭। যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। শেষবার ১৯৯০ সালের ৭ ডিসেম্বর মাইনাস ৮.৮ ডিগ্রি তাপমাত্রা নেমে গিয়েছিল। তারপরে এতদিন পরে এতটা নিচে নামল তাপমাত্রা। দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি। এই অবস্থা নতুন বছর পর্যন্ত থাকে কিনা সেটাই দেখার।

English summary
Kashmir freezes as mercury dips to minus seven degree celcius in Srinagar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X