For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের সঙ্গে ভারতের বিবাদের ফায়দা তুলবে পাকিস্তান, সতর্ক করলেন কাশ্মীরের ডিজিপি

চিনের সঙ্গে ভারতের বিবাদের ফায়দা তুলবে পাকিস্তান, সতর্ক করলেন কাশ্মীরের ডিজিপি

Google Oneindia Bengali News

ওত পেতে আছে পাকিস্তান। ভারত আর চিনের লাদাখ নিয়ে বিবাদের ফায়দা তোলার সব রকম চেষ্টা চালাবে পাকিস্তান। আশঙ্কা করছেন কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। কারণ চিনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভাল। লাদাখে সেনা বাহিনী যখন সীমান্ত নিয়ে তৎপর থাকবে ঠিক তখনই পাকিস্তান সীমান্তে উত্তেজনা ছড়াতে পারে এমনই আশঙ্কা করেছেন তিনি।

লাদাখ সীমান্ত বিবাদ

লাদাখ সীমান্ত বিবাদ

গত কয়েক দিন ধরেই ভারতের সঙ্গে সীমান্ত বিবাদ চরমে উঠেছে চিনের। লাদাখের গালওয়ান উপত্যকা নিয়ে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে ভারতের ২০ জন জয়ান শহিদ হয়েছেন। চিনকে রীতিমত হুঁশিয়ারি দিয়েছে ভারত। এর যোগ্য জবাব দেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং সেনা পর্যায়ে আলোচনা চলছে।

ফায়দা তুলবে পাকিস্তান

ফায়দা তুলবে পাকিস্তান

ভারতের সঙ্গে িচনের সম্পর্কের অবনতির সম্পূর্ণ ফায়দা তুলবে পাকিস্তান এমনই মনে করছেন কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। তিনি জানিয়েছেন লাদাখ সীমান্তের গণ্ডগোলের সুযোগে কাশ্মীর সীমান্তে জঙ্গি তৎপরতা বাড়াতে পারে পাকিস্তান। সেকারণে আগে থেকেই সতর্ক থাকতে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেছেন তিনি।

চিনা দ্রব্য বর্জনের ডাক

চিনা দ্রব্য বর্জনের ডাক

এদিকে শহিদ জওয়ানদের বদলার দাবিতে গোটা দেশ সরব হয়েছে। চিনা দ্রব্য বর্জনের ডাক দেওয়া হয়েেছ। ইতিমধ্যেই রেলের তরফে চিনা সংস্থাকে দেওয়া বরাত বাতিল করা হয়েছে। টেলিকম মন্ত্রক বিএসএনএল এবং এমটিএনএল-কে চিনা যন্ত্রাংষের ব্যবহার বন্ধ করতে বলেছে। এমনকী বেসরকারি টেলিকম সংস্থাগুলিকেও সতর্ক করা হয়েছে।

 সেনা পর্যায়ের বৈঠক

সেনা পর্যায়ের বৈঠক

বৃহস্পতিবার লাদাখ সীমান্তে দুই দেশের মধ্যে সেনা পর্যায়ের বৈঠক হয়েছে। দীর্ঘ ৬ ঘণ্টা বৈঠকের পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অন্যদিকে কূটনৈতিক আলোচনাও চলছে দফায় দফায়। এদিকে চিন বুল্ডোজার নামিয়ে গালওয়ান নদীর প্রবাহ রোধ করার চেষ্টা চালাচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে।

লাদাখ নিয়ে ব্যাকফুটে চিন! ভারতের আক্রমণাত্মক মনোভাব সাফ করে লাদাখে বায়ুসেনা প্রধানলাদাখ নিয়ে ব্যাকফুটে চিন! ভারতের আক্রমণাত্মক মনোভাব সাফ করে লাদাখে বায়ুসেনা প্রধান

English summary
Kashmir DGP says Pakistan try to take advantage in India china standoff
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X