For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর এবং লাদাখের বাসিন্দাদের ইচ্ছে মতোই উন্নয়ন হবে, আশ্বাস প্রধানমন্ত্রীর

নতুন দুই কেন্দ্র শাসিত অঞ্চলে কী হতে চলেছে তা নিয়ে কৌতুহলের শেষ নেই। কাশ্মীর আর লাদাখের বাসিন্দারা কী কেন্দ্রের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন এই নিয়ে আলোচনা, সমালোচনা চলছেই। বিরোধীরা এই নিয়ে সরব হয়েছেন।

Google Oneindia Bengali News

নতুন দুই কেন্দ্র শাসিত অঞ্চলে কী হতে চলেছে তা নিয়ে কৌতুহলের শেষ নেই। কাশ্মীর আর লাদাখের বাসিন্দারা কী কেন্দ্রের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন এই নিয়ে আলোচনা, সমালোচনা চলছেই। বিরোধীরা এই নিয়ে সরব হয়েছেন। তবে মণিক মহলে যে কাশ্মীরের এই নতুন অস্তিত্ব নিয়ে উ‌ৎসাহ বেড়েই চলেছে তাতে কোনও সন্দেহ নেই। এবার কী তাহলে কাশ্মীরের দুঃস্বপ্নের দিন কাটল?‌

আশ্বস্ত করছেন মোদী

আশ্বস্ত করছেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আশ্বস্ত করেছেন, যে যাই বলুক, আলোচনা। সমালোচনা যাই হোক এই দুই কেন্দ্র শাসিত রাজ্যের উন্নয়ন সেখানকার বাসিন্দাদের ইচ্ছে মতোই হবে। এই কথার কোনও অন্যথা হবে না বলে বাসিন্দাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নতুন সকাল দেখবে কাশ্মীর-লাদাখ

নতুন সকাল দেখবে কাশ্মীর-লাদাখ

তিনি বলেছেন ৩৭০ ধারার কারণে এতদিন কাশ্মীর আর লাদাখে কোনও উন্নয়নের কাজ করা যেত না। একাধিক সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হতেন তাঁরা। এই দুই রাজ্যের যুব সম্প্রদায়ের কাছে কোনও কাজ ছিল না। পর্যটন একেবারেই ভেঙে পড়েছিল। শিল্পের কোনও অস্তিত্বই ছিল না। এবার নতুন করে সাজবে দুই রাজ্য। এই উন্নয়নে কাশ্মীর এবং লাদাখের বাসিন্দাদের সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

খুশি লাদাখ

খুশি লাদাখ

কাশ্মীরের বাসিন্দারা কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে কী ভাবছেন তা এখনও স্পষ্ট না হলেও লাদাখ যে ভীষণ খুশি তা আর বলার অপেক্ষা রাখে না। কয়েকদিন আগেই লাদাখের সাংসদের তেরঙ্গা নিয়ে নাচ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। ৩৭০ ধারা বিলোপের কথা ভোষণার পরের দিন উল্লাস শুরু হয়ে গিয়েছিল লাদাখে। তাঁরা জানিয়েছিলেন এতদিন তাঁদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করত কাশ্মীর‌। সেই অপমানের দিন গুজরান এতদিনে শেষ হল।

কী ভাবছে কাশ্মীর

কী ভাবছে কাশ্মীর

কাশ্মীরের বাসিন্দারা এই নিয়ে এখনও বিরোধিতায় আসেনি আবার সমর্থনও জানায়নি। নিরাপত্তার কারণেই হোক সেই পরিস্থিতি তাঁরা নিজেদের ইচ্ছে প্রকাশ করতে হয়তো ভয় পেয়েছেন। সেকারণেই প্রধানমন্ত্রীর এই আশ্বাস বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

English summary
Kashmir and Ladakh will develop as locals wish, says Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X