For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে জঙ্গির মৃতদেহ নিয়ে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ! ৩৭০ ধারা অবলুপ্তির পর প্রথমবার কী ঘটে গেল

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্ব যখন আতঙ্কে ত্রাসে উত্তাল , তখন তারইমধ্যে ফের একবার রক্তাক্ত হল কাশ্মীর। এদিন সোপিয়ানে যৌথবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষে , জঙ্গির মৃত্যু হয়। আর সেই মৃতদেহের অধিকার নিয়ে স্থানীয়রা পুলিশের ওপর চড়াও হয়। এরপরই পুলিশের গুলি চলে। যে ঘটনা ৩৭০ ধারা কাশ্মীর থেকে তুলে নেওয়ার পর এই প্রথম ঘটল।

মহিলার দেহে গুলি!

মহিলার দেহে গুলি!

জনা গিয়েছে কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টারের জায়গা থেকে জঙ্গির দেহ যখন বের করছিল পুলিশ , তখনই স্থানীয়রা চড়াও হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে , পুলিশের ওপর তাঁরা হামলা করে। সেই সময় পুলিশ পাল্টা গুলি চালায়। যার জেরে এক মহিলা আক্রান্ত হন।

 কী পরিস্থিতি মহিলার

কী পরিস্থিতি মহিলার

গুলি লাগতেই মহিলার লুটি পড়েন। তবে তাঁর পায়ে গুলি লাগায় তিনি আপাতত বিপন্মুক্ত। তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

কোন জঙ্গিকে ঘিরে তোলপাড়?

কোন জঙ্গিকে ঘিরে তোলপাড়?

কাশ্মীরে আল কায়দার শাখার প্রধান কামান্ডার বুরহান মাজিদ কোকা এদিন নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে মারা যায়। তারপরই এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বাহিনীকে ঘিরে ধরে। উল্লেখ্যস কাশ্মীরে ৩৭০ দারা অবলুপ্তির পর প্রথমবার এভাবে স্থানীয়রা পুলিশকে আক্রমণ করেছে। তেমনই ৩৭০ ধারা অবলুপ্তির পর কাশ্মীরে এই প্রথমবার নাগরিকের ওপর গুলি চালাতে বাধ্য হয়েছে পুলিশ।

English summary
Kashmir, after revoking of 370, first time Mob verus Police fight happened, 1 shot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X