For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০০৮ মুম্বই হামলার জন্য কাসাভকে কত লাখ টাকা দিয়েছিল পাক জঙ্গি শিবির! সেই টাকা কোথায় গিয়েছে

২০০৮ মুম্বই হামলার জন্য কাসাভকে কত লাখ টাকা দিয়েছিল পাক জঙ্গি শিবির! সেই টাকা কোথায় গিয়েছে

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের ছোট্ট একটা জায়গায় বাসিন্দা ছিল আজমল কাসাভ। সেভাবে তখন জঙ্গি শিবির বা জেহাদ সম্পর্কে ধারণা ছিলনা ধীরে ধীরে কৈশোর ছাড়িয়ে ওঠা কাসাভের। কিন্তু এরপরই ঘটে যায় কাসাভের জীবনের এক বড় পরিবর্তন।

২৬/১১ মুম্বই হামলার অন্যতম জঙ্গি তথা পাকিস্তানের বাসিন্দা আজমল কাসাভ সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর ঘটনা তুলে ধরেছে প্রাক্তন আইপিএস রাকেশ মারিয়ার লেখা বই 'লেট মি সে ইট নাও'। উঠে এসেছে পাকিস্তানের নারকীয় ছকের গোপন তথ্য।

ছিঁচকে চোর থেকে ডাকাত হওয়া কাসাভ কিভাবে জঙ্গি হয়ে গেল?

ছিঁচকে চোর থেকে ডাকাত হওয়া কাসাভ কিভাবে জঙ্গি হয়ে গেল?

রাকেশ মারিয়ার বই 'লেট মি সে ইট নাও' বলছে, কৈশোর পেরিয়ে পাকিস্তানে চরম আর্থিক কষ্টের মধ্যে বেড়ে ওঠা কাসাভের পরিবারেও দৈন্যতা ক্রমাগত বাড়তে থাকে। আর তার জেরেই আজমল কাসাভ ছিঁচকে চোর থেকে ডাকাতির পথ বেছে নেয়। এরপর সে কিভাবে সন্ত্রাসের রাস্তায় হাঁটল, তা নিয়ে রয়েছে রোমাঞ্চকর অধ্যায়।

সন্ত্রাসের রাস্তায় কিভাবে হাঁটল কাসাভ?

সন্ত্রাসের রাস্তায় কিভাবে হাঁটল কাসাভ?

শুরুর দিকে, ডাকাতি করতে গিয়ে লস্কর ই তৈবার সঙ্গে যোগাযোগ হয় কাসাভের। সেই সময় লস্করের হয়ে কাসাভ ডাকাতি করে টাকা পয়সা আদায় করত। যা লস্করের তহবিলে পড়ত। সেই থেকে শুরু। এরপর ডাকাতির জন্য প্রয়োজন পড়েছিল অস্ত্রের। আর তার যোগন দিচ্ছিল লস্কর। এরপর জেহাদ সম্পর্কে কাসাভের মনের মধ্যে বিপথগামী বক্তব্য ছড়িয়ে দেয় লস্কর। আর সেই সূত্রেই সন্ত্রাসের রক্তক্ষয়ী রাস্তা কাসাভ বেছে নেয়।

ভারত সম্পর্কে বিষ ঢোকানো হয় কসভের মনে!

ভারত সম্পর্কে বিষ ঢোকানো হয় কসভের মনে!

রাকেশ মারিয়ার বই বলছে, কাসাভকে বোঝানো হয়েছিল যে ভারতে সমস্ত মসজিদ তালাবন্ধ। আর তার জেরে ভারতীয় মুসলিমরা নমাজ পড়তে পারেন না। জেরার সময় কাসাভের কাছে এমন তথ্য পেয়ে তদন্তকারী পুলিশ কর্তা রাকেশ মারিয়া সেই সময়, মেট্রো সিনেমার কাছে কডা নিরাপত্তা সহকারে মসজিদ দেখিয়ে আনবার ব্যবস্থা করেছিলেন। কাসাভের দাবি, এমন সমস্ত কথা বলেই ভারতের বিরুদ্ধে ক্ষোভ কাসাভের মধ্যে উস্কে দিয়েছিল পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর।

 আইএসআই, দাউদ গ্যাং খুন করতে চেয়েছিল কাসাভকে

আইএসআই, দাউদ গ্যাং খুন করতে চেয়েছিল কাসাভকে

রাকেশ মারিয়ার বই বলছে, কাসাভ ধরা পড়ার পর থেকে পাকিস্তান মরিয়া চেষ্টা করছিল, হেফজতেই যাতে কাসাভকে খুন করা হয়। তার জন্য পাক গুপ্তচর সংস্থা, পাকিস্তানের জঙ্গি শিবির লস্কর চেষ্টা করেছিল। এরপর দাউদ গ্যাংকেও এই কাজে লাগানো হয়। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।

মুম্বইতে রক্তক্ষয়ী হামলার জন্য় ১লাখ ২৫ হাজার টাকা কাসাভ কী করেছিল?

মুম্বইতে রক্তক্ষয়ী হামলার জন্য় ১লাখ ২৫ হাজার টাকা কাসাভ কী করেছিল?

পাক জঙ্গি কাসাভকে বোঝানে হয়েছিল যে, তাকে মুম্বই গিয়ে হামলা চালাতে হবে। প্রশিক্ষণের পর সে জানতেও পেরেছিল যে সে মারা যাবে। আর তার আগে , জঙ্গি শিবির লস্করের তরফে কাসাভকে দেওয়া হয়েছিল ১ লাখ ২৫ হাজার টাকার 'পারিশ্রমিক'। যে টাকা আর্থিক দায়গ্রস্ত পরিবারে পাঠায় কাসাভ। রাকেশ মারিয়ার বই বলছে, জেরায় কাসাভ জানায় যে সেই টাকা বোনের বিয়ের জন্য কাসাভ পরিবারের কাছে পাঠিয়েছিল।

২৬/১১ মুম্বই হামলার দিন জঙ্গি কাসাভের হাতে 'গেরুয়া ধাগা' কেন ছিল! পাকিস্তানের মুখোশ খুলল বিস্ফোরক তথ২৬/১১ মুম্বই হামলার দিন জঙ্গি কাসাভের হাতে 'গেরুয়া ধাগা' কেন ছিল! পাকিস্তানের মুখোশ খুলল বিস্ফোরক তথ

English summary
Kasab got payment of Rs 1,25000 for 26/11 Mumbai attack, reveals Ex Police officer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X